মা আসছে আমার ঘরে
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৩ মার্চ, ২০১৫, ০৭:৩৩:৪৩ সন্ধ্যা
মা হারালো ,
কত সময় কত বছর
কত যুগ পার হোল,
এথায় খুজি ওথায় খুজি
সারা বাংলাদেশে খুজি।
অশ্রু জলে ভাসিয়ে ভেলা,
মাকে খুজি সারা বেলা ,
বুকের ব্যাথার মেঘে উড়ে উড়ে ,
তারাদের মাঝেও খোজা হল শেষ।
আমার মাকে কেউ দেখেছ নাকি ?
আমার জীবনের সময় তো শেষ?
জোনাকীরা সবাই তারার সনে
মিটিমিটি হেসে হেসে আমায় বলে,
এই বার আখি জল মুছে ফেলো ,
চন্দ্রলোকে মায়ের ছবি ভেসে এলো ।
তারারা বলে,তোমার মাকে পেতে হলে,
মোদের সাথে তুমি একটু সময় খেলো,
মায়ের চোখে মুখে দেখি হাসির মেলা,
মায়ের চন্দ্রমুখটা যেন চাঁদের আলোর মেলা ।।
হু্ররে হুয়া,কি মজা,মাকে দেখছি হৃদয় ঘরে,
মা আসছে আকাশ থেকে আমার ঘরে।
সাত সাগর তের নদী তেপান্তর পাড়ি দিয়ে ,
হাসনা হেনার হাসি নিয়ে মা আসছে আমার ঘরে ?
পক্ষীরাজ ঘোড়ার পাখায় চড়ে মরু প্রান্তর
বনবাদাড় মাড়িয়ে্ মা আসছে আমার ঘরে ।
আমার উত্তপ্ত ক্লান্ত মরু সাহারার বুকে,
মরুউদ্যান হয়ে মা আসছে আমার বুকে।।
বড় সাধ জাগে মাকে শুধু দেখি নয়ন ভরে,
মা মোরে কোলে নিয়ে সোহাগ করবে মন ভরে ,
মায়ের আচলের শীতল ছায়া নিয়ে মা আসছে ।
মাকে জড়ায়ে পরমশান্তির পরশ মাখব মোর গা,
তাতে যাবো আমি সকল ব্যাথার স্মৃতি গুলো ভুলে।।
বল না মা,এত সময় আমায় ছেড়ে
চাঁদের দেশে কেমন করে ছিলে ?
আমি দুঃখের আধারে কেন্দে ছিলাম
সুরে সুরে,তুমি কি মা তা শুনে ছিলে?
কেন জানি মা,ঘড়িটা জোরে ঘুরছে না বলো,
তাই তো মা,কেন জানি যাচ্ছে না সময়টাও,
আল্লাহ আমার মাকে আমার বুকে এনে দাও,
বল তো মা,কি খাবে তুমি?পিন্নি ফায়েস পিঠা,
রান্নাবান্না কি করব আমি ? টক ঝাল না মিঠা?
বল না মা তুমি,কি করব তোমার জন্য আমি ?
হে প্রভু ! শুন মোর ফরিহাদ ,
আমার মাকে আমার বুকে পৌছে দিও।
ইনশাল্লাহ।
কবিতা টি লিখেছি আমার বউমার স্মরনে।
আমার মায়ের জন্য আমি সবার দোয়া চাই।
এইটাই আমার মায়ের উপহার ।
বিষয়: বিবিধ
২৬১৯ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য আসছে...........
আপনার ছেলে কি বিয়ে করেছে?
লিখা আমার শেষ। লুকিয়ে থাকেন কোথায় ? প্লিজ মন্তব্যটা করেন একটু শেষ। দেরী করা যায় না আর তাই বলছি বার বার ।
কবিতাটি পড়ে আমার অনেক ভাল লেগেছে। মা কে খুব মনে পড়ছে। জান্নাতে নিশ্চয় মায়ের সান্নিধ্য আবার পাবেন এই দোয়া রইল।
https://www.facebook.com/Sondhatara69
আবারো বলছি, যে ক'জন ব্লগারকে আমার বেশি ভাল লাগে, তাঁদের মধ্যে আপনি একজন। আপনাদের নিয়ে ব্লগে একটা করে পোস্ট দেয়ার ভাবনা ছিল মাথায়, যেমন একবার ব্লগার 'হতভাগা' কে নিয়ে পোস্ট করেছি। কিন্তু বুঝলেন ভুল। তাই সিদ্ধান্ত নিয়েছি,আপনার লিখায় এটাই হবে আমার সর্বশেষ কমেন্ট! আমার মত একজন মানুষের যন্ত্রণা থেকে আল্লাহ্ আপনাকে মুক্ত রাখুন । আমিন
মন্তব্য করতে লগইন করুন