কবরের মধ্যে জ্যান্ত মানুষ !!!!!!!

লিখেছেন লিখেছেন মুসা বিন মোস্তফা ০৬ ডিসেম্বর, ২০১৪, ০৮:১৮:২১ রাত

মাঝে মাঝে প্রায় অবিশ্বাস্য কোনো ঘটনার হিড়িক পড়ে যায়। এখন যেমন হচ্ছে মৃত ঘোষণার পর বেঁচে ওঠা। ইউরোপে এমন ঘটনার পর বাংলাদেশে ঘটেছে। তবে চীনের ঘটনাটি সবকিছু ছাপিয়ে গেছে।

সেখানে মৃত সন্তান প্রসব করেছেন ভেবে এক মা তার সদ্যোজাত সন্তানকে কবর দেয়ার দুই ঘণ্টা পর তাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব চিনের ডংডং প্রদেশে একটি গ্রামে। ওই নারীর স্বামী হি ইয়ং জানিয়েছেন, তার স্ত্রী ভেবেছিলেন তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। ঘরের কাজ করার সময় হঠাৎ প্রসব করেন তিনি।

স্বামীর কথায়, ‘আমি তখন বাড়ির বাইরে কাজ করছিলাম। স্ত্রীর চিৎকার শুনে আমি ছুটে ঘরে ঢুকে দেখি স্ত্রী ব্যথায় কাতরাচ্ছেন। দ্রুত তাকে ও বাচ্চা হাসপাতালে নিয়ে যাব এমনটাই ঠিক করেছি। সে সময় স্ত্রী বলেন যে বাচ্চাটি মৃত। তার কথা মেনেই আমি শুধু স্ত্রী নিয়েই হাসপাতালে যাই।’

সেখানে চিকিৎসকরা বলেন, বাচ্চাটি হয়তো বেঁচে থাকতে পারে। ভালো করে পরীক্ষা না করে কিছু বলা ঠিক নয়। সে সময় নারীর স্বামী বাড়ি ফিরে দেখেন বাচ্চাটিকে ইতিমধ্যেই তার শ্বশুর বাড়ির সামনেই একটি গাছের নিচে কবর দিয়ে দিয়েছেন। তিনি দ্রুত কবর খুঁড়ে বাচ্চাটিকে বার করে দেখেন সে তখনো জীবিত রয়েছে। তখন বাচ্চাটিকেও হাসপাতালে নিয়ে যান তিনি। সঠিক চিকিৎসার জন্য সে বেঁচে যায়।

আরো আশ্চর্যের বিষয়, ওই দম্পতি খুবই গরিব। ফলে ওই নারীর স্বামী তিন দিনের বেশি হাসপাতালের খরচ বহন করতে না পেরে বাড়িতে নিয়ে আসেন মা ও বাচ্চাকে। তবে খবরটি প্রকাশ হওয়ার পর বহু মানুষ তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। ফলে কয়েক দিন বাদেই ফের বাচ্চাটিকে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়।

বিষয়: বিবিধ

১০৪১ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291892
০৭ ডিসেম্বর ২০১৪ রাত ১২:১৯
যা বলতে চাই লিখেছেন : আল্লাহ্ তাআলা চাইলে সাধারণভাবে অসম্ভব এমন পরিবেশ-পরিস্থিতিও তাঁর কোন সৃষ্টিকে বাঁচিয়ে রাখেন। ঘটনাটি আল্লাহর অসংখ্য কুদরতের মধ্যে একটি। জ্ঞানীদের জন্য এখানে অনেক শিক্ষণীয় রয়েছে। বিষয়টি উপস্থাপনের জন্য প্রিয় ভাইকে অনেক ধন্যবাদ। Rose Rose
০৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৩৯
235547
মুসা বিন মোস্তফা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ ভাইয়া Angel
291909
০৭ ডিসেম্বর ২০১৪ রাত ০১:১৬
আফরা লিখেছেন : বাংলাদেশের ঘটনা তো বল্লেন না ভাইয়া ।
০৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৪২
235548
মুসা বিন মোস্তফা লিখেছেন : জানেন না আপি ? মর্গে নেওয়ার পথে নড়েচড়ে উঠেছিলো লাশ ! পরে অবশ্য আবার মারা গেছে ।
291928
০৭ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:১২
নিরবে লিখেছেন : পিলাচ
০৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৪২
235549
মুসা বিন মোস্তফা লিখেছেন : ঘুম থেকে জাগেন না কেন আপু ?
~:>
০৮ ডিসেম্বর ২০১৪ সকাল ০৮:৫৮
235814
নিরবে লিখেছেন : Surprised Surprised
০৮ ডিসেম্বর ২০১৪ রাত ১০:১৩
236076
মুসা বিন মোস্তফা লিখেছেন : Angel Angel Angel
291980
০৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২০
ফাতিমা মারিয়াম লিখেছেন : আল্লাহ যাকে বাঁচিয়ে রাখতে চান তাকে যেভাবেই হোক বাঁচিয়ে রাখেন। ঘটনাটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
০৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৪৩
235550
মুসা বিন মোস্তফা লিখেছেন : আপনাকেও ধন্যবাদ আপু =Happy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File