বিধবাকে উত্ত্যক্ত করায় স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গণধোলাই
লিখেছেন লিখেছেন খান জুলহাস ০৬ ডিসেম্বর, ২০১৪, ০৮:০৮:৫৯ রাত
বগুড়ার ধুনটে বিধবা মহিলাকে উত্ত্যক্ত করায় আব্দুল মান্নান মোন্নাফ নামের স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী।
শনিবার বিকেলে উত্ত্যক্তের শিকার ওই বিধবা মহিলা বাদী হয়ে স্বেচ্ছা সেবকলীগ নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাতী গ্রামের মৃত মিন্টু মল্লিকের স্ত্রী মহেলা বেওয়াকে প্রায় ৫ মাস যাবত প্রতিবেশী মোজাম্মেল হকের ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নান মোন্নাফ (২৭) বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছে।
বিভিন্ন সময় তিনি কু-প্রস্তাবও দেন। এতে রাজি না হওয়ায় তিনি ওই বিধবার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন।
এ ঘটনার জের ধরে ক্ষুব্ধ মোন্নাফ ১ ডিসেম্বর সকালে বিধবার বাড়িতে গিয়ে তার ছেলে মাহবুল মল্লিককে মারধর ও বাড়িঘর ভাঙচুর করেন।
এ ঘটনায় বিধবা মহিলা গ্রামের মাতব্বরদের নিকট বিচার দেন।
শুক্রবার সকালে গ্রামের প্রধান মাতব্বর শফিকুল ইসলাম এ বিষয়টি শোনার জন্য অভিযুক্ত স্বেচ্ছা সেবকলীগ নেতা মোন্নাফের সাথে কথা বলার এক পর্যায়ে মোন্নাফ উত্তেজিত হয়ে গ্রাম্য মাতব্বরকে মারধর করেন।
পরবর্তীতে এলাকাবাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা মোন্নাফকে গণধোলাই দেয়।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুল মান্নান মোন্নাফ বলেন, আমাদের সাথে তাদের পূর্ব বিরোধ ছিল। তাই আমাকে হেয় করতে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে।
ধুনট থানার ওসি জিয়াউর রহমান জানান, এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।Click this link
বিষয়: বিবিধ
১০১৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন