Rose একটি ছোট গল্পঃ আসলেই কি ছোট? Rose

লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ১৭ মার্চ, ২০১৫, ১১:৫১:২৫ রাত



ছোট গল্পের সবচেয়ে সুন্দর সংজ্ঞা দিয়েছেন রবীন্দ্রনাথ। তিনি এর সংজ্ঞায় বলেন-

ছোট প্রাণ, ছোট ব্যাথা,

ছোট ছোট দুঃখ কথা,

নিতান্তই সহজ সরল।

সহস্র বিসৃত রাশি,

প্রত্যহ যেতেছে ভাসি,

তার-ই দু-চারটি অশ্রুজল।

নাহি বর্ণনার ছটা,

ঘটনার ঘনঘটা,

নাতি তত্ত্ব, নাহি উপদেশ।

অন্তরে অতৃপ্তি রবে,

সাঙ্গ করি মনে হবে,

শেষ হয়েও হইল-না শেষ।।

ছোট গল্পের সার্থকতা এখানেই। গল্প পড়ে শেষ করার পরেও মনে হবে শেষ হয় নাই। তারপর কী হলো জানার প্রবল আগ্রহ জাগবে মনে।

গৌরচন্দিকা বাদ দিয়ে এবার আসি ছোট গল্পে। গল্পটা হলো নিম্নরূপঃ

রাতে ঘুমুতে যাওয়ার আগে সে বললঃ

-আমি আগামীকাল তাওবা করবো।

-নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লো।

-আর জেগে উঠা হয়নি....।


-সমাপ্ত-

আমার আপনার সাজানো সুন্দর জীবন নিয়ে আগামীকালই তৈরী হতে পারে এমন ছোট গল্প। তাই আর দেরী নয়। আসুন ঘুমুতে যাওয়ার আগেই রবের দরবারে জীবনের সমস্ত পাপ থেকে খাঁটি তাওবা করি।

আল্লাহ আমাদের সবাইকে তাওফীক দান করুন। আমীন

বিষয়: সাহিত্য

১১৬৯ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309575
১৮ মার্চ ২০১৫ রাত ০১:২৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ধন্যবাদ ছোট গল্পে বড় ম্যাসেজ দিলেন।



মন্তব্য ছাড়া ব্লগ নিঃস প্রাণ। জাগো ব্লগার জাগো মন্তব্য প্রতিমন্তব্যে জাগো।
১৮ মার্চ ২০১৫ রাত ০২:১৩
250537
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
১৮ মার্চ ২০১৫ রাত ০২:২৬
250541
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়লাকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে ও. ধন্যবাদ।
309584
১৮ মার্চ ২০১৫ রাত ০২:২৮
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম! সংক্ষিপ্ত অথচ অনেক অর্থবহ পোস্ট! সুন্দর রিমাইন্ডারটির জন্য শুকরিয়া! জাযাকাল্লাহু খাইর! Good Luck Praying Angel
১৮ মার্চ ২০১৫ রাত ০৩:৩৪
250543
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
309602
১৮ মার্চ ২০১৫ সকাল ০৬:৪৮
গাজী সালাউদ্দিন লিখেছেন : কিন্তু আপনার ছোট গল্প শেষে আগ্রহ কই? আমার নেই, জানিতো জেগে উঠা হয়য় নি মানেই মৃত্যুকে আলিঙ্গন করেছে!

যাই হোক উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে এবং শেষ বেলায় মেসেজটা ভাললেগেছে।
১৮ মার্চ ২০১৫ সকাল ০৯:০৭
250566
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মন্তব্য করে আপনার ভাল লাগা রেখে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।
309663
১৮ মার্চ ২০১৫ দুপুর ০৩:৪১
আফরা লিখেছেন : ছোট গল্পে অনেক বড় মেসেজ । মৃত্যু যে কোন সময় আমাদের তওবা করা উচিত ।

আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তাওফীক দান করুন। আমীন
১৮ মার্চ ২০১৫ বিকাল ০৫:০৭
250619
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
309682
১৮ মার্চ ২০১৫ বিকাল ০৫:৫৮
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু স্রদ্ধেয় ভাইয়া। আপনার ব্যতিক্রমধর্মী অসাধারণ ছোট্ট গল্পের মর্মার্থ ও গুরুত্বপূর্ণ ম্যাসেজ হৃদয়ে তোলপাড় শুরু করে দিল। আল্লাহ্‌পাক সবসময় দিলের মধ্যে মৃত্যুভয় জিন্দা রাখুন এবং মৃত্যুর পূর্বে সকলকেই খাছ দিলে তাওবা করার সৌভাগ্য নসীব করুণ। আমীন।
১৯ মার্চ ২০১৫ রাত ০১:২০
250749
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File