একটি ছোট গল্পঃ আসলেই কি ছোট?
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ১৭ মার্চ, ২০১৫, ১১:৫১:২৫ রাত
ছোট গল্পের সবচেয়ে সুন্দর সংজ্ঞা দিয়েছেন রবীন্দ্রনাথ। তিনি এর সংজ্ঞায় বলেন-
ছোট প্রাণ, ছোট ব্যাথা,
ছোট ছোট দুঃখ কথা,
নিতান্তই সহজ সরল।
সহস্র বিসৃত রাশি,
প্রত্যহ যেতেছে ভাসি,
তার-ই দু-চারটি অশ্রুজল।
নাহি বর্ণনার ছটা,
ঘটনার ঘনঘটা,
নাতি তত্ত্ব, নাহি উপদেশ।
অন্তরে অতৃপ্তি রবে,
সাঙ্গ করি মনে হবে,
শেষ হয়েও হইল-না শেষ।।
ছোট গল্পের সার্থকতা এখানেই। গল্প পড়ে শেষ করার পরেও মনে হবে শেষ হয় নাই। তারপর কী হলো জানার প্রবল আগ্রহ জাগবে মনে।
গৌরচন্দিকা বাদ দিয়ে এবার আসি ছোট গল্পে। গল্পটা হলো নিম্নরূপঃ
রাতে ঘুমুতে যাওয়ার আগে সে বললঃ
-আমি আগামীকাল তাওবা করবো।
-নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লো।
-আর জেগে উঠা হয়নি....।
-সমাপ্ত-
আমার আপনার সাজানো সুন্দর জীবন নিয়ে আগামীকালই তৈরী হতে পারে এমন ছোট গল্প। তাই আর দেরী নয়। আসুন ঘুমুতে যাওয়ার আগেই রবের দরবারে জীবনের সমস্ত পাপ থেকে খাঁটি তাওবা করি।
আল্লাহ আমাদের সবাইকে তাওফীক দান করুন। আমীন
বিষয়: সাহিত্য
১১৬৯ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য ছাড়া ব্লগ নিঃস প্রাণ। জাগো ব্লগার জাগো মন্তব্য প্রতিমন্তব্যে জাগো।
যাই হোক উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে এবং শেষ বেলায় মেসেজটা ভাললেগেছে।
আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তাওফীক দান করুন। আমীন
মন্তব্য করতে লগইন করুন