"বঙ্গবন্ধুর জন্মদিনে রাজনীতি নয়, আসুন সত্য ইতিহাস জানি"

লিখেছেন লিখেছেন রঙ্গিন স্বপ্ন ১৭ মার্চ, ২০১৫, ১১:১২:০৯ রাত

১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন। তিনি ছিলেন জনপ্রিয় একজন নেতা।তাঁর জনপ্রিয়তার কারণে ১৯৭০ সালের নির্বাচনে যেই দলটি সর্বাধিক ভোট পেয়ে "ইউনাইটেড পাকিস্তানের" নেতৃত্বের লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল, ২০১৪ সালে সেই দলটিই মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে , রাজনৈতিক দেউলিয়ায়, অগণতান্ত্রিকভাবে গায়ের জোড়ে ক্ষমতায়।

কোথায় ১৯৭০ এর নির্বাচন!

পূর্ব পাকিস্থানের ১৬৯ টি আসনের ১৬৭ টিই পায় আওয়ামিলীগ।

আর কোথায় ৫ জানুয়ারি ২০১৪!!

১৫৪ আসনে কোন নির্বাচনই হয়নি। বাকীগুলোতে ভোট পড়েছে মাত্র ৫-১০%

এ কোন চেহারা বঙ্গবন্ধুর সেই জনপ্রিয় দলের?

কেন আজ এত ভয় জনগণকে?

যেখানে শোষণ আর বঞ্চনার বিরুদ্ধেই ছিল স্বাধীনতার হুঙ্কার,

যেখানে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতই ছিল স্বাধীনতা-সংগ্রামের ভিত্তি;

সেখানে, ৪৪ বছরে কী পেল বাংলাদেশ?

আমরা কী এগিয়েছি নাকি আরো পিছিয়েছি?

কোথায় থাকতে পারতাম আমরা, আর আছি কোথায়???

এ কোন বাংলাদেশ?

এ কেমন মুক্তি?

নোটঃ ৭ জানুয়ারি-১৭ জানুয়ারি, ১৯৭০ পাকিস্থানের সংবিধান রচনার জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্ব পাকিস্থানের ১৬৯ টি আসনের ১৬৭ টিই পায় আওয়ামিলীগ।

উৎসঃ স্বাধীনতার ঘোষণা পত্র, মুজিব নগর সরকারঃ http://www.bpedia.org/P_0289.php

বিষয়: বিবিধ

১০৭৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

309562
১৭ মার্চ ২০১৫ রাত ১১:৫৪
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ৬৯/৭০ এর আলোচনা করলেন ভালো কথা, ৭২এর কথা বললেননা কেন? ৭২ কে কেন ইতিহাস থেকে বাদ দিলেন?

আওয়ামী লীগ এখন ৭২ এর বাকশালী ভালো লাগলো চেতনায় উদ্ভুদ্ধ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File