আল্লাহ কি আমাকে ভালবাসেন?
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ১৪ মার্চ, ২০১৫, ১২:০৯:৫৪ দুপুর
শায়খ আলী আত-তানতাভী বলেনঃ
আল্লাহ কি আমাকে ভালবাসেন? এই প্রশ্নটা অনেক বার আমাকে তাড়িত করেছে। তাই একবার স্মরণ হলো- আল্লাহতো কিছু কারণে বান্দাকে ভালবাসেন। অতঃপর সে কারণগুলো স্মৃতিপটে উল্ট-পাল্টে দেখতে লাগলাম। যাতে আমার প্রশ্নের জওয়াব পেতে পারি। অতঃপর দেখলামঃ
১। আল্লাহ পরহেযগার মুত্তাকিদের ভালবাসেন। আমি নিজেকে মুত্তাকী দাবী করার মত দুঃসাহস দেখাতে পারলাম না।
২। আল্লাহ ধৈর্যশীলদের ভালবাসেন। স্মরণ করলাম আমার ধৈর্যের সল্পেতার কথা।
৩। আল্লাহ মুজাহিদদেরকে ভালবাসেন। স্মরণ করলাম আমার অলসতা আর সরঞ্জামের সল্পতার কথা।
৪। আল্লাহ ভালবাসেন মুহসিনদেরকে। আমি এ থেকে কতইনা দূরে।
অতঃপর অনুসন্ধান থামিয়ে দিলাম। এই ভয়ে যে হয়তো আমার ভেতর এমন কোন গুণ খুঁজে পাবোনা যার কারণে আল্লাহ আমাকে ভালবাসবেন।
অতপর যখন আমার কৃতকর্মের দিকে দৃষ্টি নিবদ্ধ করলাম, দেখলাম আমার আমলগুলো ত্রুটি যুক্ত, অলসতা ও গুনাহ মিশ্রিত। তখন আমার মনে উদয় হলো আল্লাহ তা'য়ালার বানী- "নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালবাসেন"। তখন বুঝতে পারলাম এই কারণটাই হয়ত আল্লাহ আমার জন্য আমার ন্যায় তাঁর অন্যান্য বান্দাদের জন্য। তাই গুনগুন করে জপতে শুরু করলাম-
"আসতাগফইরুল্লাহা ওয়াতুবু ইলাই,
আসতাগফইরুল্লাহা ওয়াতুবু ইলাই,
আসতাগফইরুল্লাহা ওয়াতুবু ইলাই"।
এই আশায় যে, হয়তো আল্লাহ আমার এই তাওবার কারণে আমাকে ভালবাসবেন।
তাই আল্লাহর মহব্বত পেতে চাইলে যত বেশী সম্ভব ইস্তিগফার পড়ুন, ইখলাসের সাথে তাওবাহ করুন।
বিষয়: সাহিত্য
১০২৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার অনুধাবনীয় এবং ঈমান শানিত করন পোস্টটির জন্য শুকরিয়া!
আমরা যেনো আল্লাহ সুবহানাহুতায়লার প্রিয় হতে পাই, তিনি যেনো আমাদের ভালোবাসেন এই গুনগুলি আমাদের সৃষ্টি হোক এই দোআ রইলো!
জাযাকাল্লাহুখাইর!
আল্লাহ আমাদের ছোট -খাট পাপ থেকে হেফাজত করুন , আল্লাহর পছন্দীয় আমলগুলো বেশি বেশী করার তোফিক দিন ,ও আপনার পছন্দীয় বান্দাদের মাঝে শামিল করে নিন ।আমীন ।
মন্তব্য করতে লগইন করুন