দুঃখ করোনা প্রসেনজিৎ দা, তুমি ভুল কিছু বলোনি, যা বলেছো সত্য বলেছো ?
লিখেছেন লিখেছেন রাজ্পুত্র ১৪ মার্চ, ২০১৫, ১২:০৫:০৪ দুপুর
নয়ন চ্যাটার্জি: The India Doctrine (1947-2007)
ভাল না লাগলে পড়ার দরকার নেই । দেশের প্রতি ভালবাসা যাদের আছে শুধু তারাই পড়ুন। দুঃখ করোনা প্রসেনজিৎ দা, তুমি ভুল কিছু বলোনি, যা বলেছো সত্য বলেছো খেলাধূলার বিষয়টা আমি অত গুরুত্ব দেই না, খেলা মানেই খেলা, বাস্তব না। খেলাতে আমি হেরে গেলে বাস্তব জীবনে আমার কোন উপকার বা অপকার নেই, তেমনি খেলাতে জিতে গেলে বাস্তব জীবনে আমার কোন উপকার বা অপকারও হবে না। ব্রাজিল/আর্জেন্টিনা দুই দেশ খুব ভালো ফুটবল খেলে, কিন্তু বাস্তবে দুইটি দেশই চরম দরিদ্র ও অনুন্নত। ব্রাজিলে মূল্যস্ফীতি এতটাই কঠিন পর্যায়ে উঠেছে যে, কিছুদিন আগে একটু খাবার কিনতে বস্তা বোঝাই করে টাকা নিয়ে যেতে হতো।
আবার খুব ভালো ক্রিকেট খেলে সাউথ আফ্রিকা। কিন্তু এ দেশটির জনগণও খুব অনুন্নত, দরিদ্র ও সমস্যাক্লিষ্ট। দেশটিতে ধর্ষণ ও এইডসের মাত্রা খুবই উচ্চ, এমনকি প্রেসিডেন্টের (জ্যাকব জুমা) স্ত্রী পর্যন্ত ধর্ষিত হয়েছে সেখানে। আসলে খেলা হচ্ছে নিপীড়িত জনগনের নিপীড়ন ভুলে থাকার ঔষধ মাত্র।
যাই হোক, আমার আলোচনার বিষয়বস্তু ভিন্ন। আলোচনার বিষয়, পশ্চিমবঙ্গের সুপারস্টার প্রসেনজিৎ দা’র একটি স্ট্যাটাস, যেখানে প্রসেনজিৎ দা বাংলাদেশকে বাঘ নয় বিড়াল বলে বুঝাতে চেয়েছেন। তবে আমার দৃষ্টিতে প্রসেনজিৎ দা ভুল কিছু বলেনি, যা সত্য তাই বলেছেন। আমিও তার সাথে একমত। প্রসেনজিৎ দা’র বক্তব্যের সপক্ষে আমি কিছু যু্ক্তি দিতে পারি, যেমন :
১) বাংলাদেশে সীমান্তে প্রতিদিন দু’চারজনকে গুলি করে মেরে ফেলে ভারতীয় বিএসএফের দাদারা। কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে কখনই তার কোন প্রতিবাদ হয় না। বাংলাদেশীরা বিড়ালের জাত না হলে কি এমন করে চুপ থাকতে পারে ?
২) বাংলাদেশের বিদ্যুৎকেন্দ্রকেন্দ্র গুলো বন্ধ করে পশ্চিমবঙ্গ থেকে উচ্চমূল্য দিয়ে বিদ্যুৎ কিনে নেওয়া হচ্ছে। এটা বাঘের বৈশিষ্ট্য নয়, বিড়ালের বৈশিষ্ট্য বৈ কি ?
৩) বাংলাদেশ নিজেদের সিনেমা ইন্ডাস্ট্রি বন্ধ করে, ভারতীয় সিনেমা চালায়। বাঘ নয় বিড়ালের দ্বারা এমনটি করা সম্ভব।
৪) কিছুদিন আগে কলকাতার বইমেলায় বাংলাদেশী স্টলে আন্তর্জাতিক মানচিত্র বিক্রি হচ্ছিলো। কিন্তু সমস্যা হচ্ছে আন্তর্জাতিক মানচিত্র আবার ভারতে চলে না। ভারত তার দেশে ছাপা সকল মানচিত্রে কাশ্মীরকে তার নিজের এলাকা হিসেবে দেখায়, কিন্তু আন্তর্জাতিক মানচিত্রে কাশ্মীর কিছু অংশ ভারত, কিছু অংশ পাকিস্তান ও কিছু অংশ চীনের কাছে রয়েছে। এই দোষ হয়ে গেলো। ব্যস পিটুনি দিয়ে সিলগালা কলে দেওয়া হলো বাংলাদেশী স্টলকে। তখন বাংলাদেশ থেকে এর কোন প্রতিবাদ হয় নাই, উপরন্তু বাংলাদেশে পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বাংলাদেশের ভুল হয়েছে বলে ক্ষমা চেয়ে এসেছে। এটা বিড়ালের স্বভাব ছাড়া আর কি ?
৫) তিস্তায় পানি নেই, ফারাক্কা বাধে ধূ ধু বালু, ছিটমহল সমস্যা এগুলো নিয়ে বাংলাদেশীদের খুব একটা মাথা ব্যাথ্যা নেই। কয়েকদিন আগে বাংলাদেশ ঘুরে গেলো মমতা ব্যানার্জি, কোথাও কোন আন্দোলন করতে দেখা গেলো না বাংলাদেশীদের। উপরন্তু মমতাদি বাংলাদেশে সিনেমা রফতানির রাস্তা খুলে গেলেন। এখানেও বাংলাদেশীরা বিড়ালের মত সহনশীল, ৫ তলা থেকে ফেলে দিলেও হাড় ভাঙ্গে না তার।
৬) বাংলাদেশের মা-বোনরা সারা দিন স্টার জলসা থেকে চোখ নামান না, এরপর আরেকটা সিরিয়াল, এরপর আরো দুটো। পাখি ড্রেস নিয়ে বয়ে যায় আত্মহত্যার বন্যা। কোন বাংলাদেশী বিড়াল কখন প্রতিবাদ করেছে বলে মনে হয় না।
৭) বাংলাদেশে প্রতি বছর কোটি কোটি বোর্ডের পাঠ্যপুস্তক লাগে। এগুলো বাংলাদেশে না ছাপিয়ে কলকাতা থেকে ছাপিয়ে আনা হয়। কখন তো দেখলাম না, বাংলাদেশের প্রেস মালিকরা বলছে, বাংলাদেশের বই বাংলাদেশেই ছাপানো হোক, বিদেশে কেন ?? এটা তো বিড়ালের স্বভাবই বলা যায়।
৮) নির্বাচনের আগে-পরে ভারতীয় বিজেপি-আরএসএস’র পক্ষ থেকে বেশ কয়েকবার বাংলাদেশ দখলের হুমকি দেয়া হলো । কোথায় ? তখন তো, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে কোন প্রতিবাদ জানানো হয়নি। এটা তো বিড়ালের স্বভাব, বাঘের নয়।
৯) ভারত সরকারের পক্ষ থেকে সারাদিন পশ্চিমবঙ্গ-আসামের বাংলাভাষী মুসলমানদের বলা হচ্ছে বাংলাদেশী নাগরিক। বলা হচ্ছে, ‘বাংলাদেশীরা নাকি ভারতের সম্পদ লুটেপুটে খাচ্ছে, তাদের গলা ধাক্কা দিয়ে বাংলাদেশে ছুড়ে ফেলা হবে’। ভারতীয় নাগরিককে বাংলাদেশী বলায়, বাংলাদেশ নামক বিড়াল থেকে কখন কোন প্রতিবাদ হয়েছে বলে মনে পড়ে না।
১০) বাংলাদেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মো. হারুন উর রশিদ বলেছিলেন: ‘ভারত আমাদের বড় ভাই, আমরা বাংলাদেশীরা তার ছোট ভাই। ভারতকে আমরা বড় ভাই হিসেবে আজীবন শ্রদ্ধা ও সম্মান করব।
ভারত আমাদের ছোট ভাই হিসেবে দেখবে। আমরা যেন ছোট ভাই হিসেবে স্নেহ পাই।’ (http://goo.gl/yYwxIy) তাই বড় ভাই যদি ছোট ভাইকে স্নেহ করে বিড়াল বলে ডাকে তবে আমি দোষের কিছু দেখি না।
তাই প্রসেনজিৎ দাকে আবারও ধন্যবাদ জানাই, সত্য কথাটা প্রকাশ করার জন্য।
বিষয়: বিবিধ
১১৫১ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন