স্বত্বাধিকারের ব্যাপ্তি
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ০৪ মার্চ, ২০১৫, ০১:৩৯:৫৬ রাত
টিক-টিক-টিক ঘড়ির কাঁটা বলছে প্রতিক্ষণে-
মোমের মত গলছে জীবন, ভেবে দেখো মনে।
সাজানো ঘর বলছে ডেকে- যদিও হও মালিক,
এই ঘরে দিবে না থাকতে আয়ুষ্কালের অধিক।
স্ত্রী-সন্তান, আত্মীয় নিয়ে ভাবছো দিবস রাতি?
অন্ধকার ঐ মাটির ঘরে কেউ হবে না সাথী।
টাকা-পয়সা, বিত্ত-বৈভব বলছে চোখের জলে-
আদর-যত্নে, কষ্টে গড়ে কেমনে যাবে ফেলে?
কাফন কেঁদে বলছে- বন্ধু! যেও না ভুলে মোরে।
আমিই তোমার সঙ্গী কেবল অন্ধকার ঐ গোরে।
খাটিয়া বলে- দেখনি কভু তোমার দু'চোখ খুলে?
তোমার মত কত যে মানুষ বয়েছি মাথায় তুলে?
জায়গা জমি হেসে বলে- যতই কিনছো বেশী,
ছোট্ট গোরের তুমি মালিক, একটুও নয় বেশী।
বিষয়: সাহিত্য
১২৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন