Roseস্বত্বাধিকারের ব্যাপ্তি

লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ০৪ মার্চ, ২০১৫, ০১:৩৯:৫৬ রাত



টিক-টিক-টিক ঘড়ির কাঁটা বলছে প্রতিক্ষণে-

মোমের মত গলছে জীবন, ভেবে দেখো মনে।



সাজানো ঘর বলছে ডেকে- যদিও হও মালিক,

এই ঘরে দিবে না থাকতে আয়ুষ্কালের অধিক।



স্ত্রী-সন্তান, আত্মীয় নিয়ে ভাবছো দিবস রাতি?

অন্ধকার ঐ মাটির ঘরে কেউ হবে না সাথী।



টাকা-পয়সা, বিত্ত-বৈভব বলছে চোখের জলে-

আদর-যত্নে, কষ্টে গড়ে কেমনে যাবে ফেলে?



কাফন কেঁদে বলছে- বন্ধু! যেও না ভুলে মোরে।

আমিই তোমার সঙ্গী কেবল অন্ধকার ঐ গোরে।



খাটিয়া বলে- দেখনি কভু তোমার দু'চোখ খুলে?

তোমার মত কত যে মানুষ বয়েছি মাথায় তুলে?



জায়গা জমি হেসে বলে- যতই কিনছো বেশী,

ছোট্ট গোরের তুমি মালিক, একটুও নয় বেশী।





বিষয়: সাহিত্য

১২৬৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

307138
০৪ মার্চ ২০১৫ রাত ০১:৫১
আবু জারীর লিখেছেন : ভালো লাগলো
ধন্যবাদ
০৪ মার্চ ২০১৫ বিকাল ০৫:০১
248516
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মন্তব্য করে আপনার ভাল লাগা রেখে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।
307149
০৪ মার্চ ২০১৫ সকাল ০৫:২৩
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম! চিরন্তন , সত্য এবং কঠিন যে বাস্তবতাকে আমাদের সবাইকে মুখোমুখি হতে হবে তার স্মরনে কবিতাটি যথেস্ট! আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে রাখুন! জযাকাল্লাহু খাইর। Good Luck Praying Angel
০৪ মার্চ ২০১৫ সকাল ০৭:২২
248466
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File