একটি গুরুত্বপূর্ণ হাদিসের বিকৃত অনুবাদ এবং সমাজে এর সুদূরপ্রসারী প্রভাব
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ২৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৫৯:৪১ বিকাল
আমারা অনেকেই জানি খারাপ কাজ দেখে মনে মনে ঘৃণা করা ঈমানের সব চেয়ে দূর্বলতম তৃতীয় স্তর। এ কথাটা কতটুকু সত্য এবং সমাজে এর প্রভাব কতটুকু এ বিষয়ে সামান্য আলোকপাত করার চেষ্টা করবো।
প্রথম কথা হলো- ঈমানের সব চেয়ে দূর্বলতম ৩য় স্তরে ঘৃণা করার কথা কোন হাদিসেই নাই। এই ধারণাটা রাসূলের একটা হাদিসকে এক শ্রেণীর লোকদের বিকৃত অনুবাদের ফলে সমাজে ছড়িয়ে পড়েছে। হাদিসটা ভাল করে বুঝার সুবিধার্থে তা হুবহু অনুবাদ সহ তুলে ধরা হলো-
عن أبي سعيد الخدري رضي الله عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : من رأى منكم منكرا "فليغيره" بيده ، فإن لم يستطع فبلسانه ، فإن لم يستطع فبقلبه ، وذلك أضعف الإيمان - رواه مسلم .
আবু সাঈদ খুদরী (রা) হতে বর্ণিত, তিনি বলেনঃ আমি রাসূল (সা) কে বলতে শুনেছি, তিনি বলেনঃ- তোমাদের মধ্যে যে কেউ কোন মন্দ কাজ দেখবে, সে যেন তা তার হাতের দ্বারা "পরিবর্তন করে দেয়"। যদি সে সক্ষম না হয়, তাহলে তার মুখের দ্বারা, যদি সে সক্ষম না হয়, তাহলে তার অন্তর দ্বারা। আর এটা হচ্ছে দূর্বলতম ঈমান।" (সহীহ মুসলিম)।
এখানে খেয়াল করুন- ঘৃণা শব্দটাই হাদিসে নাই। হাত, মুখ ও অন্তর দ্বারা পরিবর্তনের কথা বলা হয়েছে। কেউ যদি বলে আমি ঢাকা, চট্রগ্রাম ও সিলেট সফর করেছি। এখানে "সফর" শব্দটিকে একবার ব্যবহার করে যেমন তিনিটি যায়গার ক্ষেত্রেই প্রয়োগ করা হয়েছে। ঠিক তদ্রূপ হাদিসটিতেও "ফালইউগাইয়্যিরহু-সে যেন পরিবর্তন করে দেয়" শব্দটা এক বার ব্যবহার করে তিনটি অঙ্গের ব্যাপারে প্রয়োগ করা হয়েছে।
যারা অন্তর দ্বারা ঘৃণা করার অনুবাদ করেছেন তারা হাদিসের মক্তব্য বিকৃত করেছেন। তাদের মতে হাত ও মুখ দ্বারা পরিবর্তিন করা সম্ভব; কিন্তু অন্তর দ্বার পরিবর্তিন করা সম্ভব নয় মনে করে অনুবাদের মোড় গুড়িয়ে দিয়েছেন নিজের সুবিধামত। ফলে সমাজে এক শ্রেণির লোক তৈরী হয়েছে যারা মদ, জুয়া, চুরি, ডাকাতি, যিনা, হত্যা, শিরক-বিদ'আতের মত জঘন্য খারাপ কাজ নিজের ঘরের কাছে, চোখের সামনে হতে দেখেও প্রতিবাদ না করে, মনে মনে ঘৃণা করেন। আর তসবীর দানা টিপতে টিপতে পাশ দিয়ে হেটে চলে যান। নিজেকে অনেক বুজুর্গ মনে করে্ন। আসলে হাদিসের ভাষ্য মতে এই শ্রেণির লোকদের ঈমানই নাই। কারণ তারা ঈমানের দূর্লতম শাখার কাজটাও করে নাই।
অন্তর দ্বার পরিবর্তন কিভাবে করবো?
অন্তর দ্বারা পরিবর্তন করার মানে হলো- সমাজে প্রচলিত অনাচার, খারাপ কাজ সমাজ থেকে কিভাবে দূর কারা যায়? কোন ধরণের পদক্ষেপ গহণ করলে তা অধিকতর কার্যকরী ও সময়োপযোগী হবে? এসব বিষয় নিয়ে চিন্তা-ফিকির করা, গবেষণা করা। নিজের একার পক্ষে সম্ভব না হলে সমাজের লোকদের সহযোগিতায় কিভাবে তা সমাজ থেকে মূলোৎপাটন করা যায়, সে ব্যাপারে চিন্তা ভাবনা করা।
মোটকথা, অন্তর দ্বারা ঘৃণা করার মাঝেই ব্যাপারটা সীমাবদ্ধ নয়। বরং এই ঘৃণ্য কাজের মূলোৎপাটনই আসল উদ্দেশ্য। আল্লাহ আমাদের তাঁর দ্বীনকে বুঝার তাওফীক দান করুন। আমীন।
বিষয়: বিবিধ
১২৯৭ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নিশ্চেষ্ট থেকে অন্তর দ্বারা ঘৃনা করে কোন পরিবর্তন সম্ভব নয়।
মন্তব্য করতে লগইন করুন