দেশের মানুষের যখন এক্সিডেন্টের কাছ থেকে বাঁচার চেয়ে আইন শৃঙ্খলা বাহীনী থেকে বাঁচা গুরুত্বপূর্ণ.

লিখেছেন লিখেছেন সত্য নির্বাক কেন ২৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৫১:৩৪ বিকাল



এক্সিডেন্ট!! হ্যা গত ২২ ফেব্রুয়ারী বাস আমার মোটরসাইকেল কে মেরে তার পেটের মধ্যে ঢুকিয়ে ফেলে । আলহামদুলিল্লাহ কোন এক অজানা কারনে মেহেরবান আল্লাহ আমাকে বাঁচিয়ে দেয়, মৃত্যুকে কাছ থেকে দেখার এটি দ্বিতীয় দিবস। ডান হাত একটু ক্ষতিগ্রস্থ হলে ও মোটামোটি শারীরিক অবস্থা ভাল।

পর সমাচার বাস সিংগ্নেল না দিয়া হঠাত রোড ক্রস করাতে সামান্য লাগছিল , কিন্তু সে ভঁয়ে হোক বা অজানা কারনে সে থেমে গিয়ে আবার আমার উপর দিয়া চালিয়ে দেওয়ার চেস্টা করে । আমি চেয়ে চেয়ে দেখি মোটর সাইকেল তার গাড়ির নিচে গিয়ে আটকে যায়। আমি ততক্ষণে উঠে দাঁড়ায় । পাবলিক দেখতে ছিল , আর একজন আমারে তার গাড়ীর চাবি নিয়ে আমারে দিয়ে দেয়। আর আমারেই বলে ড্রাইভারকে আটকান, আমি তো আবাক, আমার ডান হাত নাড়াতে পারছি না , আমি হতবিহব্বল , আমারেই কিনা বলে , চলে গেল আপনি আটকান, আপনার আশে পাশে কেও থাকলে ফোন করেন, অগত্যা বউকে কল দিলে পাশেই বসবাস রত তার কালা কালোকে কল দিলে তারা আসে। অগত্যা ডিবি পুলিশ আইসা হাজীর। আমি তাদের গাড়ীর চাবি দিলে গাড়ী সাইট করে। আমার মুখে দাড়ী থাকায় আমি মাস্ক খুলি নাই। এদিকে আমার কাছে এসে বলে আইনগত ব্যাবস্থা নিলে আমার মোটর সাইকেল ও আটকাইয়া রাখবে। আমি আমার পক্ষ থেকে চেড়ে দিলে তারা ব্যাবস্থা নিবে , এটাতো আমার জন্য মহা সুযোগ। তাদের উদ্দেশ্য বুঝলে ও আমার তাদের থেকে বেঁচে যাওয়াটা এক্সিডেন্টের চেয়ে গুরুত্বপূর্ণ মনে হইল। এই হইল দেশের অবস্থা। পরে আসল ছাত্রলীগ নিয়া শ্রমিক লীগ , আমি যে হাসপাতালে আছি সেইখানে , মরার উপর খাঁড়ার গাঁ, আমার কাছে এসে পরিচয় দিলে আমি বললাম আপনারা দেখি অনেক ভাল লোক , এত খুজাখুজি কইরা আমারে দেখতে চলিয়া আইলেন, তারা মিটিমিটি হাসে, বুঝলাম পাম্পে ধরেছে। তাদের থেকে শুনলাম ডিবি ড্রাইভার আর গাড়ী চেড়ে দিয়েছে লাইসেন্স আর গাড়ীর কাগজ প্ত্র নিয়া ,৫০০০টাকা দিতে চাইছিল ১০০০০ টাকা নিয়া যাইতে বলছে। আমি ড্রাইবারকে ব্লছিলাম রাস্তায় চললে এক্সিডেন্ট হইতে পারে মেরে ফেলতে চাও কেন? সে আমার পা জড়িয়ে ধরে বলে ভুল হয়ে গেছে আমার বাড়ীতে বাজার নাই, আমারে মাফ কইরা দেন। আমি ডিবিকে বলেছিলাম এরা যেন মানুষকে মেরে ফেলতে না চায় সেই ব্যাবস্থা নিয়েন, ব্যাবস্থা তো বুঝলেন!! আসার পথে রাস্তায় আবার ধরল পুলিশে তাদের এক্সরে ফিল্ম দেখাইয়া পার পাইলাম আর কি। ত সবাই দোয়া কইরেন মাফ সাফ কইরা দিয়েন । আল্লাহ হাফেজ।

বিষয়: বিবিধ

১০১০ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306575
২৮ ফেব্রুয়ারি ২০১৫ রাত ১১:৩৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শ্রদ্ধেয় সুহৃদ ভাইয়া। জাতি এক ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে। গুরুত্বপূর্ণ লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
০১ মার্চ ২০১৫ রাত ০১:৫৫
248107
সত্য নির্বাক কেন লিখেছেন : ZaZazakallah
306586
০১ মার্চ ২০১৫ রাত ১২:৪২
মাটিরলাঠি লিখেছেন :

আল্লাহ আপনাকে হেফাজত করেছেন। আল্লাহ আমাদের হেফাজত করুন। আ-মী-ন।


০১ মার্চ ২০১৫ রাত ০১:৫৬
248109
সত্য নির্বাক কেন লিখেছেন : আমিন, চুম্মা আমিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File