আবারো শুরু হতে যাচ্ছে রাজশাহী ঢাকা বিমান চলাচল
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ২৮ ফেব্রুয়ারি, ২০১৫, ০৪:৩২:০৫ বিকাল
দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও রাজশাহী-ঢাকা রুটে বিমান উড়াল দিতে যাচ্ছে। আগামী ৬ এপ্রিল আনুষ্ঠানিকভাবে বিমানের ফ্লাইটের উদ্বোধন করা হবে। আপাতত সপ্তাহে তিনদিন একটি করে বিমান রাজশাহী-ঢাকা রুটে চলাচল করবে। তবে যাত্রীর সংখ্যা বৃদ্ধি পেলে বিমানের সংখ্যা বাড়ানো হবে। সারাদেশে অভ্যন্তরীণ রুটে বিমান চালানোর সিদ্ধান্ত ইতোমধ্যে নেয়া হয়েছে। এ প্রেক্ষিতে আগামী ৯ এপ্রিল থেকে সপ্তাহের প্রতি রবি, বুধ ও শুক্রবার একটি করে বিমান চলাচল করবে। আকাশ পথের এই যোগাযোগ ব্যবস্থা চালু হলে জরুরী প্রয়োজনে এটা যেমন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে তেমনি দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থায় সড়কের উপর চাপ কম পড়বে।
বিষয়: বিবিধ
৬০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন