╭✿ছুটে চলো আপন গন্তব্যে✿╯

লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ১৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:২১:২০ সকাল



সদা তুমি পূর্ণ রাখো তাকওয়া দিয়ে দিল-অন্তর,

দিবেন রিজিক অযুত ধারায় মালিক তোমায় নিরন্তর॥



ভয় কেন পাও দারিদ্রতার আল্লাহ তোমার রাজ্জাক

যিনি যোগান খাবার পশুর, মৎস্য-পাখির ঝাঁকে ঝাঁক॥



শক্তি দিয়েই যদি রিজিক পাওয়া যেত এই ভবে

চড়ুই কিছু পেত না খেতে চিল-শকুনের প্রভাবে॥



কামাই কর ভোগের তরে সীমাহীন সেই পরকালে

গ্যারান্টি নেই রাতের পরে বাঁচবে কিনা সকালে॥



বিনা রোগে পথে-ঘাটে কত সুস্থ মানুষ মরে

বেঁচে থাকে মুমূর্ষ কত যুগের পর যুগ ধরে?



কত যুবক সকাল-বিকাল কাটিয়ে দেয় হেসে-খেলে

কাফন আছে বুনানো যে বেমালুম তা গেছেই ভুলে!!



কত যুবক আশায় আছে থাকবে বেঁচে বহু বছর

দেহ গেছে গোরের ভিতর মোটেও তার নেই যে খবর!!



কত বধূ সেজে আছে হবু স্বামীর অপেক্ষাতে

বিদায় ঘণ্টা বেজে গেছে গত বছর কদর রাতে!!



যদিও বাঁচো হাজার বছর এই ধররণীর মাটির উপর

একদিন তোমায় যেতেই হবে অন্ধকার ঐ মাটির কবর!

------------╭✿╯╭✿╯╭✿╯------------



বিষয়: সাহিত্য

৯৯৯ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304277
১৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:২৯
লজিকাল ভাইছা লিখেছেন : সুন্দর, ভালই লাগল।ধন্যবাদ।
১৪ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:৪৩
246232
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : আস্‌সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। জাযাকাল্লাহু খাইরান।
304320
১৩ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:০১
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিখাটি অনেক সুন্দর ও হৃদয়গ্রাহী হয়েছে। বারাকাল্লাহু ফিক।
১৩ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৩১
246156
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। জাযাকিল্লাহু খাইরান ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ।
305595
২২ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫১
প্রবাসী মজুমদার লিখেছেন : প্রভুর প্রশংসা আর মানুষের বিশ্বাসের ভীতকে শক্ত করার জন্য লিখা কবিতাটা সত্যিই চমতকার। ভাল লাগার কবিকে সালাম দিয়ে বিদায় নিলাম।
২২ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:৩৬
247247
মোঃ মাসুম সরকার আযহারী লিখেছেন : ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File