সরকারের গোয়ার্তুমির জন্য সংকট সমাধানের বল কার্যত আন্তর্জাতিক বলয়ে চলে গেছে!!
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ১৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৭:২০:৩২ সকাল
‘বাংলাদেশের রাজনৈতিক সংকট নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন। মহাসচিব বান কি মুন বাংলাদেশ বিষয়ে শিগগিরই সরাসরি উদ্যোগ নিতে যাচ্ছেন।বুধবার এক ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে কথা বলেন, ডুজাররিক বলেন, বাংলাদেশে স্থিতিশীলতা ফেরাতে প্রতিশ্রুতিবদ্ধ জাতিসংঘ। বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানে কী ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের গত ১ মাসের পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এই পরিস্থিতিতে জীবন হানির ঘটনায় জাতিসংঘ অব্যাহতভাবে উদ্বেগ জানিয়ে আসছে। এ সময় তিনি আরো বলেন, বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন উদ্যোগের সঙ্গে গুরুত্বপূর্ণ অংশীদার। সহসাই জাতিসংঘ মহাসচিবের উদ্যোগ পরিলক্ষিত হবে বলে সংস্থাটির অপর একটি সূত্রে জানা গেছে।জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিকের সংবাদ সম্মেলনের বক্তব্য এখন টক অব দ্য কান্ট্রি। নাগরিক সমাজের উদ্যোগকে তুচ্ছজ্ঞান এবং সংলাপে না বসার সরকারের গোয়ার্তুমিই সংকট সমাধানের বল কার্যত আন্তর্জাতিক বলয়ে চলে গেছে বলে মনে করছেন কেউ কেউ।
বিষয়: বিবিধ
৮৮২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন