জনগন যখন ছারপোকা তূল্য !!!

লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ১৩ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:৩৭:৪২ সকাল

পুলিশের এক বড়কর্তা পেট্রোলবোমা হামলাকারীদের রুখতে গিয়ে ছারপোকার উদাহরন টেনে থামলে বুঝতাম উনি সন্ত্রাসীদেরকে মিন করছেন । অতঃপর উনার ভিতর থেকে যখন ৭১এর চেতনার বিচ্ছুরন হতে শুরু করল, তখন বুঝলাম কোথাও গ্যানজাম বেধেঁছে । বিষয়টি আরেকটু খোলাসা হল যখন দেখলাম উনি বংগবন্ধু কন্যার গুনগান শুরু করে দিয়েছেন । একদম ফকফকা হল যখন উনি বললেন, গুলশান-বারিধারায় আয়েশ করবেন তা হতে দেবনা । যদিও ইতিমধ্যে গুলশানেও বিদ্যুত লাইনে সমস্যা হয়, ইন্টারনেট, মোবাইলের লাইন থাকেনা !!!! এমনকি খাবারের সংকটও দেখা দিয়েছে !!!!!!

পাকিস্তানি মিলিটারির সহযোগিতার নিমিত্তে ৭১ সালে যারা হিন্দুস্তানের কতৃত্বের দোহাই দিয়ে শান্তি কমিটি ও রাজাকার বাহিনি গঠন করেছিল, তাদের আর বর্তমান সময়ের প্রশাসন ও তাদের নিয়োগকর্তাদের কাজকারবারের কোন তফাৎ খুজে পাওয়া যাবেনা । শান্তিকমিটির লোকজনের মুক্তিযোদ্ধাদের অবস্হান জানিয়ে দেয়াই ছিল মূল কাজ । পুলিশ কর্তাদের প্রতিরোধ কমিটি গঠন করে বিরোধীদলীয় নেতা-কর্মীদের ধরিয়ে দেয়ার আহবানের মাঝে শান্তি কমিটির লোকজনের কাজের কোন পার্থক্য আছে কি ?

দূর্ভাগ্যের বিষয় হল এসব চরম দূর্নীতিবাজ কর্তারা তাদের কুকর্মের ভবিষ্যত প্রতিফল ভোগের দুশ্চিন্তায় এতটাই আতংকিত যে এ সরকারকে টিকিয়ে রাখতে আদাজল খেয়ে লেগেছে । সাথে জনগনকে ধোকা দিয়ে বোকা বানানোর জন্য ৭১ এর চেতনার লেবাস পরেছে ।

আল্লাহই মালুম, কবে এসব চেতনাধারী দূর্নীতিবাজদের হাত থেকে জাতি উদ্ধার পাবে

http://www.rtnn.net/bangla//newsdetail/detail/1/4/100640#.VN0vxGf9nIU

বিষয়: বিবিধ

৯১০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

304274
১৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৭:৩৭
শেখের পোলা লিখেছেন : আল্লাহ বোধ হয় যারা ৭১ দেখেনি তাদের জন্য এটির অবতারণা করেছেন৷ চরিত্র গুলো সব একই আছে শুধু কলা কূশলী বদল হয়েছে৷ নব্য রাজাকার গুলোরে চিনে রাখতে হবে, দেরীতে হলেও এদের জন্য ট্রাইবুনাল খাড়া করা হবে৷
১৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৭:৫৯
246109
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : এখন যে কেউ হলফ করে বলতে পারে, আওয়ামিলীগ কখনই দেশের বিভাজনের যুদ্ধে অংশ নেয়নি ! নিয়েছিল ক্ষমতা পাবার যুদ্ধে ।
304279
১৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৮:৩৬
লজিকাল ভাইছা লিখেছেন : এখন ছারপোকাদের উচিত, কামড়িয়ে এই জানিয়ার দের ছালতুলে ফেলা,অদের রক্ত খাওয়া।
১৩ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:৩৩
246113
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : আপনার মন্তব্যে বেশ ক'বছর আগের ঢাকার এক আবাসিক হোটেলে রাত্রীযাপনের করুন স্মৃতি মনে পড়ে । যামেলা থেকে বাচঁতে গিয়ে এক মসজিদের লাগোয়া একটি আবাসিক হোটেলে ছিলাম । বিশাল সাইজের বেডরুম, সোফা, চেয়ার-টেবিল আলমিরা সবি ছিল । সাধারন মানুষের যে কারো পছন্দ হবে । ঘুমাতে গিয়ে দেখি হঠাৎ করে কিসের যেন কামড়া-কামড়ি । লাইট জ্বালিয়ে আবিষ্কার করলাম ছারপোকা । আর কি ঘুম হয় !!
304328
১৩ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৬:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বাংলাদেশের পুলিশ সবসময় সাধারন মানুষকে তাই মনে করে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File