ঈমানের শাখা-প্রশাখা জানুনঃ ঈমানকে রিচার্জ করুন ***********************************************
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ০৯ ডিসেম্বর, ২০১৪, ০৬:৫৬:০৫ সন্ধ্যা
রাসূল (সা) বলেছেনঃ ঈমানের ৭০টিরও অধিক শাখা-প্রশাখা রয়েছে।
আসুন দেখে নেই এ থেকে আমরা কতগুলো জানি এবং মানি। এবং অজানাগুলোকে জেনে ঈমানকে নতুন করে রিচার্জ করে নেই।
শাখা-প্রশাখা সহজে বুঝার জন্যে কয়েক ভাগে ভাগ করে নিম্নে পেশ করা হলঃ
প্রথমতঃ অন্তরের সাথে সম্পৃক্ত শাখাসমূহঃ ২৪টি **************************************
(১) আল্লাহর প্রতি ঈমান।
(২) আল্লাহ্ ব্যতীত সকল বস্তুই ধ্বংসশীল এই বিশ্বাস করা।
(৩) আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান।
(৪) আসমানী কিতাবের প্রতি ঈমান ।
(৫) নবী-রাসূলদের প্রতি ঈমান।
(৬) তাকদীরের ভালমন্দের প্রতি ঈমান।
(৭) আখেরাতের প্রতি ঈমানঃ (কবরের প্রশ্নোত্তর, পুনরুত্থান, হিসাব, আমলনামা প্রদান, মীযান, পুলসিরাত, জান্নাত এবং জাহান্নামের প্রতি ঈমান আনয়ন করাও অন্তরের কাজসমূহের অন্তর্ভূক্ত)।
(৮) আল্লাহকে ভালবাসা, আল্লাহর জন্যেই কাউকে ভালবাসা, আল্লাহর জন্যেই কাউকে ঘৃণা করা
(৯) রাসূল (সা) কে ভালবাসা ও সম্মান করা।
(১০) ) রাসূল (সা)এর সুন্নাতের অনুসরণ করা
(১১) ইখলাসের (একনিষ্ঠতা) সাথে আল্লাহর এবাদত করা।
(১২) তাওবা করা
(১৩) আল্লাহকে ভয় করা
(১৪) আল্লাহর রহমতের আশা রাখা
(১৫) আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা
(১৬) ওয়াদা-অঙ্গিকার পূর্ণ করা
(১৭) ধৈর্য ধারণ করা
(১৮) তাকদীরের উপর সন্তুষ্ট থাকা
(১৯) আল্লাহর উপর ভরসা করা
(২০) বিনয়-নম্রতা প্রদর্শণ করা
(২১) অহঙ্কার ও তাকাব্বরী বর্জন করা
(২২) হিংসা বর্জন করা (২৩) কাউকে ঘৃণা না করা এবং (২৪) ক্রোধ বর্জন করা।
দ্বিতীয়তঃ জবানের সাথে সম্পৃক্ত শাখাসমূহঃ ৭টি।
**********************************************
(১) মুখে লা-ইলাহা ইল্লাল্লাহ্ উচ্চারণ করা
(২) কুরআন তেলাওয়াত করা
(৩) ইলম্ শিক্ষা করা
(৪) অপরকে ইলম্ শিক্ষা দেয়া
(৫) দু’আ করা
(৬) যিকির করা এবং ক্ষমা প্রার্থনা করাও এর অন্তর্ভূক্ত
(৭) অযথা কথা-বার্তা থেকে বিরত থাকা।
তৃতীয়তঃ শরীরের সাথে সম্পৃক্ত শাখাসমূহঃ ৩৮টি। এগুলো আবার তিন ভাগে বিভক্ত।
(ক) ব্যক্তির নিজের সাথে সম্পৃক্তঃ ১৫টি।
********************************************
(১) বাহ্যিক ও আভ্যন্তরীণ পবিত্রতা অর্জন করা
(২) মিসকীন ও অসহায়কে খাদ্য দান করা
(৩) মেহমানের সম্মান করা
(৪) ফরজ রোজা পালন করা
(৫) নফল রোযা পালন করা
(৬) ইতেকাফ করা
(৭) লাইলাতুল কদর অন্বেষণ করা
(৮) হজ্জ পালন করা
(৯) উমরা পালন করা
(১০) কাবা ঘরের তাওয়াফ করা
(১১) হিজরত করা। (দ্বীন ও ঈমান নিয়ে টিকে থাকার জন্যে দেশ ত্যাগ)।
(১২) দ্বীন-ঈমান রক্ষার্থে কাফের রাষ্ট্র ছেড়ে ইসলামী রাজ্যে চলে যাওয়া
(১৩) মান্নত পূর্ণ করা
(১৪) ঈমান বৃদ্ধির চেষ্টা করা ও
(১৫) কাফ্ফারা আদায় করা।
(খ) ব্যক্তির সংশ্লিষ্টদের সাথে সম্পৃক্ত শাখাসমূহঃ ৬টি।
*************************************************
(১) বিবাহের মাধ্যমে চরিত্র পবিত্র রাখা
(৬) পরিবারের ভরণ-পোষণের ব্যবস্থা করা
(৩) পিতা-মাতার সেবা করা, তাদের অবাধ্য না হওয়া
(৪) সন্তান প্রতিপালন করা
(৫) আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা
(৬) মনিবের প্রতি অনুগত থাকা ও অধীনস্তদের সাথে নরম ব্যবহার করা।
(গ) সকল মুসলমানের সাথে সম্পৃক্ত শাখাসমূহঃ ১৭টি।
*************************************************
(১) ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করা
(২) মুসলিম জামা’তের অনুসরণ করা
(৩) শাসকদের আনুগত্য করা
(৪) ঝগড়া-বিবাদ মিটিয়ে দেয়া। বিশৃংঙ্খলাকারীদের বিরুদ্ধে যুদ্ধকরা।
(৫) সৎকাজে পরস্পর সহযোগিত করা, (সৎকাজের আদেশ, অসৎকাজের নিষেধ)
(৬) দন্ডবিধি কায়েম করা
(৭) আল্লাহর রাস্তায় জিহাদ করা। ইসলামী রাষ্ট্রের সীমানা পাহারা দেয়া।
(৮) আমানত আদায় করা (গণীমতের পাঁচভাগের একভাগ আদায় করা)
(৯) ঋণ পরিশোধ করা
(১০) প্রতিবেশীকে সম্মান করা
(১১) মানুষের সাথে ভাল ব্যবহার করা
(১২)সম্পদ উপার্জন-খরচ বৈধ পন্থায় করা।
(১৩) সালামের উত্তর দেয়া
(১৪) হাঁচিদানকারীর উত্তর প্রদান করা
(১৫) মানুষের ক্ষতি করা থেকে বিরত থাকা
(১৬) খেলা-তামাশা থেকে বিরত থাকা ও
(১৭) রাস্তা থেকে কষ্টদায়ক জিনিষ সরিয়ে দেয়া।
এই হল ঈমানের ৬৯টি শাখা। কতিপয় শাখাকে অন্য শাখার সাথে একত্রিত গণনা না করে আলাদাভাবে হিসাব করলে ৭৭টি হবে।
বিষয়: সাহিত্য
১১৫৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন