ইসলাম বনাম আজকের নারীবাদ
লিখেছেন লিখেছেন ফয়জুল্লাহ ০৯ ডিসেম্বর, ২০১৪, ০৬:৫৪:৫৭ সন্ধ্যা
সাধারণভাবে গোটা মুসলিম উম্মাহ আর বিশেষভাবে আমাদের দেশে আমরা যেভাবে occidentosis রোগে আক্রান্ত হয়ে পশ্চিমা কাফির সভ্যতার অন্ধ অনুকরণে লিপ্ত, তাতে (পশ্চিমের মত) সমস্যা বা বৈষম্য ভিত্তিক নৈরাশ্য ও ক্রোধ থেকে না হলেও কেবল প্রগতিশীল লেবেল লাগাতে হলেও এদেশীয় মেয়েদের উল্লেখযোগ্যহারে পশ্চিমা নারীবাদের খপ্পরে পড়াটা সময়ের ব্যাপার মাত্র ৷ অথচ ইসলামী জীবন ব্যাবস্থার প্রতি ন্যুনতম বিশ্বস্ততা রয়েছে এমন কোন সামাজিক মানচিত্রে পশ্চিমা কাফির সভ্যতায় জন্ম নেয়া নারীবাদের কোন স্থান সংকুলান হবার কথা নয় ৷ আমরা যেহেতু আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থাকে জীবনে সত্যিকারর্থে ধারণ না করে 'না ঘরকা-না ঘাটকা' অবস্থায় রয়েছি, সেহেতু দেখুন নিয়তির কি নির্মম পরিহাস যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মতদের আজ নারীবাদ সৃষ্ট ফিতনা নিয়ে ভাবতে হচ্ছে ৷
মেয়েদের আল্লাহ ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কোরআন ও সুন্নাহর মাধ্যমে যে সব অধিকার দিয়েছেন, মদীনার স্বর্ণযুগে মুসলিম নারীরা যে সব অধিকার ভোগ করতেন, এখন আমাদের কাছে সেগুলো রূপকথার 'কল্পকাহিনী' মনে হয় ! আজ যখন আমরা কাউকে বোঝাতে চেষ্টা করি যে, ইসলাম নারীকে প্রায় দেড় হাজার বছর আগেই কত অবাক করা অধিকার সমূহ দিয়ে রেখেছে, তখন অনেকের কাছেই মনে হতে পারে যে, বর্তমান অবস্থাটা হচ্ছে- 'কাজীর গরু খাতায় আছে, গোয়ালে নেই' - সে রকম ৷ মুসলিম উম্মাহর পুনর্জাগরণ ও পুনর্গঠনের স্বপ্নকে সামনে রেখে আমরা যেনো আমাদের মা-বোনদের আল্লাহ প্রদত্ত প্রতিটি অধিকার অনতিবিলম্বে ফিরিয়ে দেই ৷ প্রয়োজনে সেজন্য আমদের সামাজিক আন্দোলন গড়ে তোলা উচিত্ ৷ একজন মুসলিমের যাকাত দেয়ার ব্যাপারে যেমন তাঁর কোন choice নেই, কারণ যাকাত আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, আর যাকাত দিয়ে কেউ যেমন ভাবতে পারে না যে, সে দয়া করে কিছু দান করলো - ঠিক তেমনি মেয়েদের যে অধিকার আল্লাহ দিয়েছেন, তা নিশ্চিত করতে যেয়ে আমরা যেনো এমন ভাব না করি যে, আমরা তাঁদের কোন অনুগ্রহ করছি ৷ বরং আমাদের মনে রাখা উচিত যে, সেসব অধিকার স্বীকার করতে সামান্য গড়িমসিও আল্লাহর বিরুদ্ধে স্পষ্ট বিদ্রোহের শামিল ৷ উদাহরণ স্বরুপ পবিত্র কোরআনে সূরা নিসার 11 নং আয়াতে স্পষ্ট ভাষায় মৃত বাবার সম্পত্তিতে মেয়ের উত্তরাধিকার বর্ণিত রয়েছে ৷ যা মেনে চলা যে কোন মুসলিমের জন্য শিরোধার্য ৷ কোন ভাই যদি বাবার মৃত্যুর পরে তাঁর বোনকে প্রাপ্য উত্তরাধিকার বুঝিয়ে দিতে সামান্য গড়িমসিও করেন, তবে সেই সম্পত্তিলব্ধ অর্থ ভোগ করে তিনি যে কেবল 'হারাম' খাবেন তাই নয়, আল্লাহর নির্দেশ অমান্য করে তিনি স্পষ্টত 'কুফর'-এ লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ (সূরা মায়েদাহ, আয়াত: 44) মোহরানা, বিয়ের ব্যাপারে নিজস্ব মতামতের অধিকার, নিজস্ব সংসারের জন্য আলাদা পরিসরের অধিকার- এসব হচ্ছে আরো কিছু ইসলাম প্রদত্ত অধিকার, যা মুসলিম দেশগুলোতে অহরহ লঙ্ঘিত হয় ৷ আমরা যদি আমাদের মা-বোনদের আল্লাহ প্রদত্ত সব অধিকার ফিরিয়ে দেই, তবে ইনশাআল্লাহ্ নারীবাদের বিষাক্ত ছোবল থেকে আমাদের সমাজ-সংসারকে মুক্ত রাখার ব্যাপারে আমাদের ভাবতে হবে না ৷ আল্লাহ আমাদের সুবোধ দান করুন ৷
বিষয়: বিবিধ
১২৬৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 764
ইয়াহিয়া—মালিক—নাফি থেকে। ইয়াহিয়া বললেন যে আবদুল্লাহ ইবনে উমরের ক্রীতদাসীরা তাঁর পা ধৌত করতো এবং তাঁর কাছে খেজুর পাতার তৈরি এক মাদুর নিয়ে আসত। সে সময় তারা ঋতুমতী ছিল।
মালিককে জিজ্ঞাসা করা হল কোন এক ব্যক্তি গোসল করার আগেই কি তার সব ক্রীতদাসীদের সাথে যুগপৎ সহবাস করতে পারবে? তিনি (অর্থাৎ মালিক) উত্তর দিলেন যে গোসল ছাড়াই পরপর দুইজন ক্রীতদাসীর সাথে সহবাসে কোন অসুবিধা নাই। কিন্তু যখন কোন স্বাধীন স্ত্রীর সাথে সহবাসের দিন থাকবে সেদিন অন্য আর এক স্বাধীন স্ত্রীর সাথে যৌন সঙ্গম করা যাবে না। কিন্তু এক ক্রীতদাসীর সাথে যৌন সঙ্গমের পর সাথে সাথে অন্য ক্রীতদাসীর সাথে সহবাস করা আপত্তিকর নয়—যদিও তখন লোকটি জুনুব (সহবাসের পর তার কাপড়ে অথবা দেহে বীর্য ও অন্যান্য কিছু লেগে থাকা)।
A PHP Error was encountered
Severity: Notice
Message: Undefined offset: 7238
Filename: views/blogdetailpage.php
Line Number: 917
"> রায়হান রহমান লিখেছেন : সত্যিই- ইসলাম নারীকে প্রায় দেড় হাজার বছর আগেই কত অবাক করা অধিকার সমূহ দিয়ে রেখেছেমন্তব্য করতে লগইন করুন