আত্মবিশ্বাসের পুরস্কার
লিখেছেন লিখেছেন মর্নিং টুইট ০৯ ডিসেম্বর, ২০১৪, ০৬:১২:৩৬ সন্ধ্যা
আত্মবিশ্বাস, যা পাহাড়ের চেয়ে ও উঁচু। কেননা আমাদের আত্মবিশ্বাসের জন্য যদি আমরা পাহাড়ের চূড়ায় উঠতে পারি তবে পাহাড় থাকবে আমাদের পায়ের নীচে। সুতরাং আমরা আত্মবিশ্বাসে পাহাড়ের উচ্চতাকে ও ছাড়াতে যাই । এটি আনতে পারে আমূল পরিবর্তন আমাদের চিন্তার, বিশ্বাসের, চেতনার, জীবন বোধের দিতে পারে আমাদেরকে সেই বহু প্রতিক্ষিত সফলতা । আর এই সম্পদ আমরা অর্জন করতে পারি সঠিক জ্ঞান অর্জনের মাধ্যমে । কারন জ্ঞান এমন এক শক্তি যা আমাদের আত্মবিশ্বাস গঠন করে । তথ্য প্রযুক্তির এই যুগে ধরে নেয়া হয় তারাই প্রকৃত ধনী যারা বেশী তথ্য ধারন করেছে তারা নয় যাদের অনেক সম্পদ আছে। সুতরাং আমাদের উচিত হবে আত্মবিশ্বাসের বলে বলিয়ান হয়ে পরিবেশকে নিজেদের বশে আনা এবং পরিবেশকে অনুসরণ না করে বরং পরিবেশকে নিজেদের অনুসরণে বাধ্য করা।
অজ্ঞ ব্যক্তিরাই বলে পরিবেশের সঙ্গে মিলেমিশে চল। পরিবেশ যদি তোমার নির্দেশে না চলে তবে তার সঙ্গে যুদ্ধ ঘোষণা কর। -আল্লামা ইকবাল
বিষয়: বিবিধ
৯৪২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন