পরাজয়ের মাঝেই বিজয়
লিখেছেন লিখেছেন মর্নিং টুইট ০৯ সেপ্টেম্বর, ২০১৪, ০৮:০৯:৪৪ রাত
আপনার বিজয় কিন্তু অপরের পরাজয়। তাই আমরা বিজীত হওয়ার চেষ্টার চেয়ে সহনশীল, নিষ্ঠাবান, অধ্যবসায়ী ও অপরের মতের প্রতি শ্রদ্ধাশীল হতে চেষ্টা করি। কারন অন্যের বিজয়ের মাঝেই লুকিয়ে আছে আমাদের অনাবিল আনন্দ। অন্যের হাসিমুখ আমাদের মাঝে ফোটাবে নতুন ফুলের কলি।
অন্যদিকে বিজয় আপনাকে সাময়িক আনন্দ দেবে ঠিকই কিন্তু অধ্যবসায় ও সহিষনুতা শিক্ষা দিবে না। বরং অপরের দু:খের মাঝ থেকে এক নিষ্ঠুর সুখ দিয়ে যাবে।
এর ব্যতিক্রম শুধু সে বিজয়ে যেটা বিশ্ব মানবতার জন্য শান্তি, সাম্য, ন্যায় ও নিরাপত্তা নিশ্চিত করে। যেটা কেবল ইসলাম দিতে পারে।
বিষয়: বিবিধ
১১৮৯ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন