অন্ধকারই আলোর অস্তিত্ব

লিখেছেন লিখেছেন মর্নিং টুইট ০৫ আগস্ট, ২০১৪, ০৬:৫৭:২০ সন্ধ্যা







একটি মাত্র মোমবাতি অসীম অন্ধকারের বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়।

- চীনা দার্শনিক কনফুসিয়াস

একটি মোমবাতি দিয়ে যতোগুলো বাতি জ্বালানো হবে সেটির আলো এতটুকু কমবে না ।

দুইয়ে দুইয়ে যেভাবে চার হয় দুজনে যখন কোনো আইডিআ শেয়ার করা হয় তখন প্রত্যেকেরই জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ হবে।

কোরআনের প্রথম বাণীই ইকরা অর্থ পড়। অন্যত্র আল্লাহ বলেছেন, "যাকে জ্ঞান দান করা হয়েছে তাকে অশেষ কল্যান দান করা হয়েছে।"

জ্ঞানের আলো দিয়ে আমরা সব অজ্ঞতা, কুসংস্কার আর অসভ্যতার অন্ধকার দূর করব । এই আহবান সবার কাছে ।

বিষয়: বিবিধ

১১০১ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

261642
০৪ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০৩:১৬
গাজী লিখেছেন : সহমত।ধন্যবাদGood Luck
263396
০৯ সেপ্টেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
মর্নিং টুইট লিখেছেন : thanks for comment

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File