হায়দরাবাদ ১৯৪৮ : ভারতের গোপন গণহত্যা
লিখেছেন লিখেছেন ফয়জুল্লাহ ০৬ নভেম্বর, ২০১৪, ০৫:৩৭:১৩ বিকাল
ভারতবর্ষ ভাগ হয়ে ১৯৪৭ সালে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্মের সময় সাম্প্রদায়িক দাঙ্গায় পাঁচ লাখ লোক নিহত হয়েছিল। এদের অধিকাংশই নিহত হয়েছিল ভারত-পাকিস্তান সীমান্ত সংলগ্ন এলাকায়।
কিন্তু এর এক বছর পর ১৯৪৮ সালে মধ্যভারতে আরেকটি নির্বিচার গণহত্যার ঘটনা ঘটেছিল বলে সম্প্রতি খুঁজে পাওয়া এক গোপন তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে জানিয়েছে বিবিসি অনলাইন। ব্রিটিশ সাম্রাজ্যের অধীনতা থেকে ভারত স্বাধীন হয় ১৯৪৭ সালের ১৫ আগস্ট। এর কিছুদিনের মধ্যেই ১৯৪৮ সালের সেপ্টেম্বর ও অক্টোবরে মধ্যভারতে হাজার হাজার লোককে নৃশংসভাবে হত্যা করা হয়।
এ ঘটনাটি ঘটে ওই সময়ের হায়দরাবাদ স্টেটে। এটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে রাজা শাসিত পাঁচশ’টি রাজ্যের অন্যতম। ভারত স্বাধীন হওয়ার পর এ ধরনের অধিকাংশ রাজ্যই ভারতের অংশ হতে রাজি হয়। কিন্তু বেঁকে বসে মুসলিম রাজা (নিজাম) শাসিত হায়দরাবাদ, এটি স্বাধীনতা বজায় রাখার সিদ্ধান্ত নেয়। কিন্তু এতে নতুন রাষ্ট্র ভারতের দিল্লিকেন্দ্রিক প্রধানত হিন্দু শাসকরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এ নিয়ে দিল্লি ও হায়দরাবাদের মধ্যে তিক্ত বাকবিতণ্ডার একপর্যায়ে ধৈর্য হারায় দিল্লি।
ভারতের কেন্দ্রীয় অংশে একটি স্বাধীন রাষ্ট্রের অস্তিত্ব প্রতিরোধ করা ছাড়াও প্রধানত হিন্দুশাসিত ভারত একটি মুসলিম নেতৃত্বাধীন রাষ্ট্র নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। এমনই এক সময় হায়দরাবাদের সবচেয়ে প্রভাবশালী মুসলিম রাজনৈতিক দলের সশস্ত্র শাখা শক্তিশালী রাজাকার মিলিশিয়ারা হিন্দু গ্রামবাসীর ওপর অত্যাচারের মাধ্যমে ব্যাপক ভীতি ছড়িয়ে দেয়। এটি ওই সময় ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে কাঙ্ক্ষিত অজুহাত তৈরি করে দেয়। ১৯৪৮ সালের সেপ্টেম্বরে ভারতীয় সেনাবাহিনী হায়দরাবাদ আক্রমণ করে। মাত্র কয়েকদিনের যুদ্ধেই নিজাম বাহিনী পরাজিত হয়। তবে এটিকে ‘পুলিশি অভিযান’ বলে প্রচারণা চালিয়ে বলা হয়, এই অভিযানে বেসামরিক নাগরিকদের উল্লেখযোগ্য মৃত্যু ছাড়াই নিজামের বাহিনী পরাজিত হয়।
তবে এ বিষয়ে লোকসভার হিন্দু সদস্য পণ্ডিত সুন্দরলালের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশনের প্রতিবেদনে অন্য ঘটনা প্রকাশ পায়। এই প্রতিবেদনে বলা হয়, অভিযানের সময় ভারতীয় বাহিনী নির্বিচার হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ ও ব্যাপক ধর্ষণের মতো যুদ্ধাপরাধ করেছে। অভিযানকালে বেসামরিক নাগরিকদের তেমন মৃত্যু হয়নি বলা হলেও প্রতিবেদনে ২৭ হাজার থেকে ৪০ হাজার লোককে হত্যা করা হয়েছিল বলে উল্লেখ করা হয়। এদের অনেককেই লাইন ধরে দাঁড় করিয়ে গুলি করে মারে ভারতীয় সেনারা।
সরকারি ওই তদন্ত প্রতিবেদন কোনোদিন প্রকাশ করা হয়নি। খুব অল্পসংখ্যক ভারতীয় নাগরিক এই গণহত্যার কথা জানে। এই গণহত্যার ঘটনা চেপে যাওয়ার জন্য বিভিন্ন সময় দিল্লিতে ক্ষমতাসীন হওয়া সরকারগুলোকে দায়ী করেছেন সমালোচকরা।
বিষয়: বিবিধ
১৫৭৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমিন ইয়া রব।
মন্তব্য করতে লগইন করুন