মানুষের স্বভাব
লিখেছেন লিখেছেন মোঃ মাসুম সরকার আযহারী ১৬ নভেম্বর, ২০১৪, ০২:৪৬:৩৪ দুপুর
কবি বলেনঃ
আমি মানুষকে দেখেছিঃ
মানুষ ঝুঁকছে তারই দিকে, যার আছে অনেক মাল;
মানুষ বিমুখ হচ্ছে তার থেকে, নেই যার কোন মাল ।
মানুষ যাচ্ছে তারই কাছে, যার আছে সোনা-দানা;
মানুষ বিমুখ হচ্ছে তার থেকে, নেই যার সোনা-দানা ।
মানুষ ছুটছে তারই পিছে, রুপা আছে যার কাছে;
মানুষ ফিরেছে তার থেকে, নেই রুপা যার কাছে।
رأيت الناس قد مالوا *** إلى من عنده مـــــالٌ
ومن لا عنده مـــــالُ *** فالناس عنه قد مـالوا
رأيت الناس قد ذهبوا *** إلى من عنده ذهـبٌ
ومن لا عنده ذهــب ُ *** فالناس عنه قد ذهبوا
رأيت الناس منفضـــة *** إلى من عنــده فضَّـة
বিষয়: সাহিত্য
১২৫৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সুন্দর পোষ্টটিতে ভালো লাগা রেখে গেলাম।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন