শীত জাঁকিয়ে আসছে... কি ভাবছেন আপনারা শীতার্ত কিছু মানুষদের জন্য?
লিখেছেন লিখেছেন ঈপ্সিতা চৌধুরী ১৬ নভেম্বর, ২০১৪, ০৩:১৪:১৫ দুপুর
<কনকনে বাতাস আর শীতে এখনি রাতে বাইরে যাওয়া যায় না... ! ভোরবেলা থাকে কুয়াশাচ্ছন্ন! কখনো কখনো শীতের দিনগুলিতে ৭দিনেও সূর্যের মুখ দেখা যায় না- দিনাজপুর/ রংপুরের জেলা- উপজেলা সহ গ্রামগুলিতে! উত্তারঞ্চলের মানুষগুলির এই অসহায় অবস্থা দেখে আসছি... সব সময়, যেহেতু আমি নিজেই দিনাজপুরের!
<অনেকেই হয়তো শীতের আগমনে পিঠা-পুলির উৎসবে কি কি আইটেম যোগ হবে এই নিয়ে ভাবছেন, কেউ কেউ নতুন কি শীতের পোশাক এসেছে তা কেনার কথা ভাবছেন! সব-ই করুন, শুধু তার সাথে সাথে আপনার আশে-পাশে থাকা কিছু মানুষ যারা এই শীতে কষ্ট করেন- রাতেরবেলা আগুন জ্বালিয়ে বসে থাকেন তাদের কথাও একটু ভাবুন!
<নতুন পোশাক না হোক, পুরনো একটা পোশাক বা শীতের কাপড় দিয়ে সাহায্যের হাতটা একটু বাড়িয়ে দিন! নিজেই দিন! দেখবেন অন্যরকম একটা শান্তি পাবেন! এভাবে সামর্থবান এবং বিবেকবান মানুষ একজন একজন করে এগিয়ে এলে- কে বলেছে অই অসহায় মানুষগুলি কষ্ট পাবে? শীতে কাঁপবে ?
<বলুন তো কে কি ভাবছেন?
বিষয়: বিবিধ
১১০০ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমরা নিজেদের পুরান শিতের পোষাক দান করে হলেও কিছুটা সাহাজ্য করতে পারি।
খুব ভালো লাগলো লিখাটি।
জাজাকাল্লাহু খাইর।
সচেতনতা সৃষ্টি করতে দরদময় সুন্দর আহবানে সাড়া দেয়া উচিৎ সবারই! আমিও প্রচেষ্টা চালাবো ইনশা আল্লাহ!
অনেক ধন্যবাদ ও জাযাকুমুল্লাহ জানাচ্ছি।
মন্তব্য করতে লগইন করুন