অন্যরকম ভালবাসা

লিখেছেন লিখেছেন টিপু এসডি দেব ০৩ নভেম্বর, ২০১৪, ১০:৩১:০১ সকাল

ঘুম থেকে উটলাম প্রায় দশটা বাজে । কিন্তু উটেই শুনি দরজায় কে টুকা দিচ্ছে । তারাতারী গিয়ে দরজাটা খুলি । দরজাটা খুলেই দেখি তারানা । যেই মেয়েটিকে এত ভালবাসতাম কিন্তু বলতে পারতাম না । যে মেয়েটি আমার সাথে কথা বলতে অক্ষম ।

>আমিঃ কি ম্যাডাম এত সকাল ।

>তারানাঃ দয়া করে একটা সাহায্য করেন ।

>আমিঃ বলুন কিভাবে হেল্প করতে পারি ।

>তারানাঃ আমার একটা ব্রয় ফ্রেন্ড সিলেটের ও আমাকে ভালবাসে । কিন্তু বলতে পাচ্ছে না । দয়া করে আসো । একটু হেল্প করো।

>আমিঃ একটু কাঁদার কন্ঠে বললাম ঠিক আছে । ও দেখছি আমার দিকে চেয়ে আছে । তারাতারী ওইসব রেখে বাথরুমে গেলাম । তারানা আপনি বসেন ।

>তারানাঃ তারাতারী আসেন আমরা ডিমলেন্ড পার্কে যাবো ।সেখানে ও আছে ।

>আমিঃ ঠিক আছে ।

. . . . . . . , . .

আমরা তৈরি পার্কে যাবো ।

তারানার গাড়িতে উটলাম ।ও ড্রাইবিং করছে ,আর বলছে আমার কোনো গালফ্রেন্ড আছে কিনা । কিন্তু কি করে বলবো আমি যে তারানাকে ভালবাসি ।

>তারানাঃ এই দেব ওই জায়গাতে যাবো একটা কিছু কর না ।

>আমিঃ আরে মশাই এখানে উটলে যদি পড়ে হাত পা গুরু গুরু করে পেল । আর এই জায়গাটি কত উচ্চ দেখ ।

>তারানাঃ একটু উচ্চস্বরে , তুমি দেখাবে / দেখাবে না ।

>আমিঃ ঠিক আছে বাবা দেখাছি । তবে ওখানে গিয়ে কিন্তু খাওয়ার কথা বলবেন না ।মানী ব্যাগটা বাসায় রেখে আসছি ।

>তারানাঃ এই যে মিষ্টার যদি তেরি মেরি করেন এইটা চেনেন তো ।

>আমিঃ ওরে বাবারে মাইয়াটা ডাকাত নাকি ওইভাবে পিস্তল ধরে আছে ।এ ভগবান একি বিপদে পড়লাম । ঠিক আছে আমার কাছে ১০০ টাকা আছে ওই দেখ ।

>তারানাঃ আরে টাকা পকেটে রাখেন আর সোজা হাটেন ।আমি আর ডিমলেন্ড পার্কে যাবো না ।

>আমিঃ কেন তোমার ব্রয়ফ্রেন্ড ওইকানে ।

>তারানঃ হাহাহা আমি তোমায় ভালবাসি কিন্তু তুমি বলতেই পাচ্ছো না ।তুমি যে আমায় ভালবাস । এই দিকে আসো চোঁখ বন্ধ করে থাকো ।

>আমিঃ পিস্তল দিয়ে গুলি করে মারবে নাকি ।

>তারানাঃ আমি শুধুই মারি তাই না । একটূ চোঁখ বন্ধ করে দেখ ।

>আমিঃ আচ্ছা ভাবা করছি ।

>তারানাঃ বলো তো এই চারদিকে আছে পশু পাখি গাছ ইত্যাদি দেখতে কত ভালো লাগে ।

>আমিঃ আমি কি করে বুঝবো আমার তো চোঁখ বন্ধ করে দিলে ।

>তারানাঃ আরে এইটা মনের চোঁখে দেখতে হয় ।

>আমিঃ আরে মনের ভিতরে যদি চোঁখ তাকে তাহলে অনেকে অন্যের চোঁখ নিয়ে আসে কেন । ওইটা লাগালেই চলতো ।

>তারানাঃ ফাজলামী বন্ধ করবা কিনা ।

>আমিঃ ঠিক আছে করছি ।

>তারানাঃ আচ্ছা বলতো এই বাতাস তোমাকে কিছু একটা বলে যাচ্ছে সেটা ।

>আমিঃ বাতাস আমায় কি কইবো ওতো ফিসফিস করছে । আর বাতাসে কথা বলতে পারে নাকি ।

>তারানাঃ ওই বেটা একটা ঝাড়ি দিবো সাথে সাথে শেষ । ভালো করে বল ।

>আমিঃ ঠিক আছে এবার ভুল হবে না । আচ্ছা বাতাস ভাই আমারে কিছু কন ।

>তারানাঃ বাতাসে কি বললো ।

>আমিঃ পিস্তল টা আমার কাছে দাও ।

>তারানাঃ নাও ।

>আমিঃ বাতাস বলছে বহুদিন ধরে তোমার কাছ থেকে চানাচুর খাইনি । ও এইভাবে বলছে দেব যা তারানার কাছ থেকে ৫টাকার চানাচুর খেয়ে আস । এখন নিজেই মরি ।

>তারানাঃ হা হাহা ? এইভাবে থাকো একটা সেল্পি তূলে ফেলি ।

>আমিঃ ওইটা কিরে মরতে যাচ্ছি ও বলছে ছবি তুলতে । আর রাখবোই না চালিয়ে দেই । ওমা ওই এইটা খেলনার পিস্তল কেন ।আর ওইটা দেখাইয়া ভয় দেখাইস ।

>তারানাঃ হুম , তবে তুই ভয় পাইসছ তবে মরতে যাস কেন ।

>আমিঃ আমি একটু আগে দেখছি গুলি মেরে ওইটা খেলনার পিস্তল তাই অভিনয় করলাম । আর চল বাড়িতে যাওয়ার সময় এসে গেছে ।

. .

আমি ওকে নিয়ে ওর বাড়িতে যাই । এবং আগে থেকে বলে দিয়েছি সব কিছু করতে । ও ঘরে পা দিতেই ।বাতি জ্বলে উটলো ।

>তারানাঃ আজ কি ?

>আমিঃ হেপি ব্রাথ ডে টু ইউ ।

>তারানাঃ ধন্যবাদ ।

>আমিঃ একটা গোলাপ নিয়ে এসে বললাম ইউ আর অল ম্যারি মি ।

>তারানাঃ ফুলটা নিয়ে আমাকে জরিয়ে ধরিয়ে বললো আই লাভ ইউ ।

. .

গল্পটি যদি ভালো লাগে তাহলে দয়া করে বলে যাবেন ।

বিষয়: সাহিত্য

১৩২৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

280754
০৩ নভেম্বর ২০১৪ সকাল ১১:১৪
অনেক পথ বাকি লিখেছেন : >আমিঃ একটা গোলাপ নিয়ে এসে বললাম ইউ আর অল ম্যারি মি ।
>তারানাঃ ফুলটা নিয়ে আমাকে জরিয়ে ধরিয়ে বললো আই লাভ ইউ ।

ভালো মানে বেসম্ভব ভালো লেগেছে। Love Struck Love Struck Love Struck
সাতসকালে পড়ে মনটাতে পুলকিত বোধ করছি।
০৩ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৩৪
224407
টিপু এসডি দেব লিখেছেন : ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File