একটি সংগৃহীত লেখাঃ ইসলাম অনুরাগি ভাইরা ভাবুন
লিখেছেন লিখেছেন কাউয়া ০২ মার্চ, ২০১৫, ০৫:৩৪:৩৪ বিকাল
আমাদের সমাজে কিছুলোক আছেন, যারা প্রতিটি কাজ ভিন্ন চোখে দেখেন। যারা মনে করেন, এমন কাজ থেকে আমাদের বেচে থাকা উচিৎ, যার দ্বারা আমাদের কষ্ট বেড়ে যায়। কোনো ধরনের বিপদ আসাকেই উনারা ইসলামের পরাজয় মনে করেন। মনে করেন, এইতো শত্রু আসার পথ খুলে দেওয়া হলো!!
জানি না কোন দৃষ্টি নিয়ে উনারা এ কথা বলেন। যদি ইসলামের আলোকে একথা বলেন, তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে।
ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে, মক্কার কাফেররা কোনোদিনই মদীনায় হামলা করেনি। কিন্তু যখন আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের নেতৃত্বাধীন বণিককাফেলায় আক্রমণের জন্যে বের হলেন, তখন মক্কার কাফেররা পূর্ণ রণসজ্জা নিয়ে বের হয়।
আচ্ছা বলুনতো, তখন যদি আল্লাহর রাসুল না বের হতেন, তাহলে কি বদর যুদ্ধ হতো? আর বদর না হলে কি উহুদে রাসুলের দাঁত মুবারক শহীদ হতো?
তাহলে এই কাফেরদেরকে সুযোগ করে দেওয়ার পিছনে কার অবদান?
১৮৫৭ সালে আযাদী লড়াইয়ে হাজার হাজার আলেম শহীদ হন, সহস্রাধিক মাদ্রাসা পুড়িয়ে দেওয়া হয় । এর কারণ ছিলো আযাদীর লড়াইয়ে উনাদের অংশগ্রহণ। উনারা যদি স্যার সায়্যিদ আহমদের মতো ইংরেজদের তোষামোদী করতেন তাহলে এই ভয়াবহ নির্যাতন আসতো না। স্যারই উপাধি পেতেন।
তাহলে এটাও কি ভুল ছিলো?
ভাবটা হলো এমন যে, শত্রু আমাদের ঘরে এসে আমার সবকিছু কিছু লুট করে নিয়ে যাবে। কিন্তু আমি এজন্য প্রতিবাদ-প্রতিরোধ করবো না যে, এর দ্বারা আরো শত্রু আসবে। ওরা এসে স্ত্রী-বোনদের সভ্রমহানি করবে কিন্তু আমি এজন্য মুখ খুলবো না, কারণ ওরা আমাকে মেরে ফেলবে। বাহ !! দারুন তো...
আমরা এমন নীরব থাকবো যে, এক পর্যায়ে আমাদের দেশের ইমামদের রাস্তায় নামিয়ে চীনের মতো নাচাবে, তবুও কিছু বলবো না, কারণ শত্রু আসার পথ খুলে যাবে!
আসলেই ইসলাম পাওয়া খুব সহজ এজন্যেইতো আল্লাহ বলেছেন,
‘আলিম-লাম-মীম,মানুষ কি মনে করে যে, তারা একথা বলেই অব্যাহতি পেয়ে যাবে যে, আমরা বিশ্বাস করি এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি তাদেরকেও পরীক্ষা করেছি, যারা তাদের পূর্বে ছিল। আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয়ই জেনে নেবেন মিথ্যুকদেরকে। [সুরা-আনকাবুতঃ১-৩]
copied from- Abdullah Maimoon
বিষয়: বিবিধ
১০১১ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
রাসূল (স.) কে নিজের জন্মভূমি থেকে বিতাড়ন কি কাফেরদের অন্যায় ছিল না? মক্কার কাফেররা ইসলামগ্রহন করে মদিনায় আসলেও তাদেরকে মক্কায় ফিরায়ে দিতে হত, এটা কি অন্যায় আবদার ছিল না? বনিকের কাফেলায় তো রাসূল (স.) এর হুকুমে হামলা হয় নাই। মক্কার দুই কাফের মুসলিম হয়ে মদিনায় আসলেন, আর রাসূল (স.) শর্তানুযায়ী তাদের ফিরিয়ে দিলেন। ঐ দুই সাহাবী নিজ উদ্দ্যেগে বণিকদের উপর হামলা করেছিলেন।
আপনি যা বলছেন সেটা হুদায়বিয়া সন্ধি সংক্রান্ত।
আমি যা লিখেছি তা বদর সংক্রান্ত।
অনুগ্রহ করে আর রাহিকুল মাখতুমে বদর সংক্রান্ত সকল আলোচনা আর একবার দেখে নিন।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন