শফি হুজুরের তেতুল তত্ত্ব

লিখেছেন লিখেছেন কাউয়া ১৬ এপ্রিল, ২০১৫, ০৫:৩৩:২৩ বিকাল

ধর্ষবরন থুক্কু বর্ষবরণের একটি বিচ্ছিন্ন ঘটনাকে পুঁজি করে মৌলবাদীরা দেশের মহিলাদের মরুভূমির পোশাক পরিয়ে মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যাবার পাঁয়তারা করছে। এদেশের মেয়েরা আগামিবছর আবারো মেলায় যেয়ে দলিত হয়ে মৌলবাদীদের এহেন হীন প্রয়াসকে নস্যাৎ করে দিবে।

বৈশাখী মেলায় চেতনার সৈনিকদের হাতে দলিতদের অবিলম্বে দ্বিতীয় মুক্তিযুদ্ধের বীরঙ্গনা খেতাব দেয়া হউক, এবং তাদের নাতিপুতিদের জন্য সরকারী কোটা রাখা হোক।

শফি হুজুরের তেতুল তত্ত্বে তোমার চেতনা দাড়ায়ে যায়। আর টিএসসি তে মেয়েদের বিবস্ত্র করা দেখলে তুমি ভুভুজেলা বাজাও। তোমার চেতনায় - থু:

আল্লাহর অলির সাথে যুদ্ধ করা মানে আল্লাহর সাথের যুদ্ধ করা।

যারা সেদিন রসিয়ে রসিয়ে এই মুখলিস মানুষ্টাকে নিয়ে জঘন্য কথাগুলো বলেছিল তারা আজ কোথায়।

অপেক্ষা কর সেই দিনের জন্য যেদিন আরশের প্রভুর সাথে দাড়াতে হবে।

বিষয়: বিবিধ

১৪৮১ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

315309
১৬ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৩৮
খান জুলহাস লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
315316
১৬ এপ্রিল ২০১৫ বিকাল ০৫:৫৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : ইজ্জত গেলেও সংস্কৃতির জয় হয়েছে ,,দে তালি তালি দে Crying
315319
১৬ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:১১
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জাযাকাল্লাহ খাইর
315321
১৬ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:৫৯
শেখের পোলা লিখেছেন : আরশ বা আরশের প্রভুকে এরা থোড়াই কেয়ার করে!
315328
১৬ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪
315366
১৭ এপ্রিল ২০১৫ রাত ১২:২৯
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : তেতুল তত্ত্ব যদিও চেতনাধারীরা থুথু দিয়ে পলে দেয়! বাস্তবতা কিন্তু চেতনাধারীরাই ঘটাইয়া দিছে...... কাউকে বললে কিন্তু শুইনা যাইবো পিস...পিস...

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File