পা পিছলে পড়ে যাওয়া লজ্জার কথা নয়। বরং যথা সময়ে উঠে না দাঁড়ানোই লজ্জার ব্যাপার।
লিখেছেন লিখেছেন কাউয়া ২৬ মার্চ, ২০১৫, ০২:১২:৫১ রাত
❖ পা পিছলে পড়ে যাওয়া লজ্জার
কথা নয়।
বরং যথা সময়ে উঠে না দাঁড়ানোই
লজ্জার ব্যাপার।
❖ তর্কে জেতা বুদ্ধিমানের কাজ
নয়
বরং বুদ্ধিমানের কাজ হল
তর্কে না জড়ানো।
❖ তুমি যতটা মূল্যবান
ততটা সমালচানার পাত্র হবে।
❖ বুদ্ধির সীমা আছে কিন্তু
বোকামীর
কোন সীমা নেই।
❖
জ্ঞানী মূর্খকে চিনতে পারে কেননা সে জ্ঞানী।
পক্ষান্তরে মূর্খ
জ্ঞানীকে চিনতে পারে না,
কেননা সে মূর্খ।
❖ বন্ধুত্ব একটি ছাতার ন্যায়।
বৃষ্টি যতই প্রবল হয় ছাতার
ততইপ্রয়োজন পড়ে।
❖ ভূল করা দোষের কথা নয়
বরং ভূলের
উপর প্রতিষ্ঠিত থাকা দোষণীয়।
❖ মানুষের সাথে বন্ধুত্ব ছিন্ন
করে অর্থ উপার্জন করতে যেও না।
কারণ, বন্ধুত্ব স্থাপনই
অর্থাপর্জনের গুরুত্বপূর্ণ
মাধ্যম।
❖ মানুষের সাথে সে রূপ আচরণ কর
যেমন তারা পছন্দ করে। নিজের পছন্দ
মাফিক আচরণ কর না।
❖ আহমকের সাথে তর্ক কর না।
কারণ,মানুষ হয়ত দুজনের
মাঝে পার্থক্য করতে ভূল করবে।
❖ তোমার স্ত্রীর
রুচি বোধকে অবমূল্যায়ণ কর না।
কারণ, সে তোমাকে প্রথম পছন্দ
করেছে।
❖ তোমার পিঠে কেউ ততক্ষণ
পর্ন্তত চড়তে পারবে না যতক্ষণ
না তুমি পিঠ নিচু কর।
বিষয়: বিবিধ
১৬১১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহ আপনাকে জাজা দিক
জাযাকাল্লাহ..
মূল্যবান কথামালা, তবে সবগুলো নয়-
এটা তো "তৈলশাস্ত্র"র কথা হয়ে গেল!
কোন ব্যক্তিত্বসম্পন্ন মানুষ এটা মানতে পারার কথা নয়!
হয়তো অনেক ব্যাখ্যা করে যৌক্তিক বলা যাবে- সরাসরি অচল!
কৈশোরে খেলারমাঠে অনেক সাথী পেছন থেকে লাফিয়ে গলা ধরে পিঠে চেপে বসার স্মৃতি মনে পড়লো- তাই এটাও মানতে পারলামনা!
বাস্তব জীবনেও অনেকবার এমন হয়েছে যে, পিঠ নিচু করা ছাড়াই পিঠের উপর কেউ চেপে বসেছে!
মন্তব্য করতে লগইন করুন