ওদের একটা হীন উদ্দেশ্য আছে।
লিখেছেন লিখেছেন কাউয়া ১৩ এপ্রিল, ২০১৫, ১২:৪১:৩৫ দুপুর
আমরা সব সময়ই বলে আসছি, জামায়াতে ইসলামী উপরে গণতন্ত্রের কথা বললেও ওদের আসলে একটি সুদূরপ্রসারী হীন উদ্দেশ্য আছে। তারা ইসলামী শাসন কায়েম করতে চায়। এবং এই প্রশ্নে পৃথিবীর সকল ইসলামী দল, জঙ্গি বা গণতন্ত্রী, সবারই একই দৃষ্টিভঙ্গি। এবং কোন বাহিক যোগাযোগ না থাকলেও তারা আদর্শগত ভাবে লিঙ্কড। নয়ত কাদের মোল্লার ফাঁসিতে পাকিস্তানের বিভিন্ন দল কেন প্রতিবাদ করবে। বা তুরস্ক বা অন্য দেশের থেকে কেন প্রতিবাদ আসবে।
-- জনৈক গোঁফ। গতকাল রাত দশটা ইনডিপেন্ডেন্ট টিভি।
আসলে ওদের সমস্যা জামায়াতে ইসলামী নয়। ওদের সমস্যা "ইসলামের অণুশাসন বাস্তবায়ন" নিয়ে। আজ যদি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধ বিষয়ক অজুহাত না থাকত, তাহলে কি তারা জামায়তের ব্যাপারে চুপ থাকত?
মিশরের ব্রাদারহুডকে কি বিন্দুমাত্র ছাড় দেয়া হয়েছে? বা হিজবুত তাহরির কি এমন করেছিল এদেশে যে তাদের ব্যান করে দেয়া হল।
সমস্যাটা এক জায়গাতেই - ওদের একটা হীন উদ্দেশ্য আছে।
বিষয়: বিবিধ
১৩০৮ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন