বহু প্রত্যাশিত পদ্মা সেতুর ট্রায়াল পাইল স্থাপনের মধ্যে দিয়ে উৎসব মুখোর পরিবেশে পদ্মা সেতুর মূল কাজ শুরু হয়েছে

লিখেছেন লিখেছেন ইগলের চোখ ০২ মার্চ, ২০১৫, ০৫:২২:০৪ বিকাল



বহু প্রত্যাশিত পদ্মা সেতুর ট্রায়াল পাইল স্থাপনে এ্যাংকর পাইলের কাজ শুরু হয়েছে। ভাড়ি যান্ত্রপাতি ব্যবহার করে বিশাল ক্রেনের মাধ্যমে এই এ্যাংকর পাইল স্থাপন করা হচ্ছে। এর মধ্য দিয়েই মূল সেতু তৈরির প্রাথমিক কাজ শুরু হলো। তাই ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ কোম্পানির শুরুর ক্ষণটিকে তাদের রীতি অনুযায়ী দু’টি কালো ষাঁড় গরু, দু’টি খাসি ও দু’টি মোরগ পদ্মা নদীতে উৎসর্গ করে। সেই লক্ষে এগুলো জবাই করে বিশেষ কৌশলে রক্তগুলো সরাসরি পদ্মায় দেয় হয়। চীনের রীতি অনুয়ায়ী কাজের সফলতা ও দুর্ঘটনা রোধে এই পশু উৎসর্গ করা হয়। ষাঁড়ের সামনের দু’রান অর্থ্যাৎ দুইটি গরুর চারটি রান পদ্মা নদীতে উৎসর্গ করে ছেড়ে দেয়া হয়। বাকি মাংস প্রকল্পে কর্মরতদের মাঝে বিতরণ করা হয়। এ সময় এ্যাংকর পাইলের কাজের চারিদিকে একের পর এক আতশবাজি ফুটতে থাকলে। উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এই অনুষ্ঠানে প্রকল্প সংশ্লিষ্ট প্রায় সকলেই অংশ নেন। দুই নম্বর পিলারের কাছে নদীতে এই এ্যাংকর পাইল স্থাপন শুরু হয়েছে। এরপরই ২০ মার্চ থেকে ট্রায়াল পাইল স্থাপন করা শুরু হবে। দেশের সবচেয়ে বড় এই প্রকল্পটি যথাযথভাবে এগিয়ে চলার ক্ষেত্রে স্থানীয় প্রশাসন প্রয়োজন অনুযায়ী সব সহযোগিতায় প্রস্তুত রয়েছে। হরতাল অবরোধে পদ্মা সেতুর কাজে কোন বিঘ্ন সৃষ্টি করতে পারেনি। সব চলছে সিডিউল অনুযায়ী।

বিষয়: বিবিধ

১০৭৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

306859
০২ মার্চ ২০১৫ বিকাল ০৫:৩১
হতভাগা লিখেছেন : কয়দিন পর পদ্মা নদীতে যে চর পড়ে যাবে তাতে যানবাহন সেখান দিয়েই চলাচল করবে । সেতুটি তখন পিকনিক স্পট হয়ে যাবে।
306899
০২ মার্চ ২০১৫ রাত ১০:৪৫
আবু জারীর লিখেছেন : পদ্মার ওপারের মানুষের স্বপ্নের এ সেতু বাস্তবায়ন না করেই আওয়ামীলীগ সরকারকে বিদায় হতে হলে ঐ ওঞ্চলের মানুষের মুখ দেখানর জায়গা থাকবেনা। বঙ্গবন্ধু কন্যা বারবার প্রধানমন্ত্রী হলেও আমাদের ঐ অঞ্চলি দেশের মধ্যে সবচেয়ে বেশী অবহেলিত। এখনও মানুষ ঠাট্টা করে বলে বরিশালের কাথার গাট্টি। যদি রেল লাইন আর পদ্মা সেতু সেই ৯৬ এর টার্মেই করে যেতে পারত তাহলে আমাদের এমন হেনস্তা হতে হতনা। মাদারীপুর, গোপালগঞ্জ, শরিয়তপুর আর কত অবহেলিত তাহকবে তা জনতা জানতে চায়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File