সভ্যতা ও মুখোশ
লিখেছেন লিখেছেন কাউয়া ২১ অক্টোবর, ২০১৪, ১২:৫৬:৪৭ রাত
বস্তুবাদি সভ্যতা, রঙচঙে শহড়
ইট, পাথর আর স্টিল স্ট্রাকচারে গড়ে উঠাউচু উচু ইমারতগুলো
যুবতি নারির স্তনের মত পুষ্ট ও আত্মগর্বি।
সেখানে মানবতার পোষাকে বাস করে কর্পোরেট হৃদয়।
শিশিরের শুভ্রতা মোছে না বাড়ির পাশের ভিটাটায় গজিয়ে উঠা দুর্বা ঘাসে লেগে থাকা গোবরের কলঙ্ক। জামে মসজিদের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বেশ্যার সম্ভ্রমের মত আশ্চর্য দ্রুততায় উবে যায় পুঁজিবাদি ভদ্রতা।
ভোগি হৃদয় ছোবল মারে বহু শতাব্দি লালিত মানবিক সুকুমারবৃত্তির মাথায়। যেমন কুকুরগুলো একইভাবে ভেউ ভেউ করে ফেরাউন ও জুনাযেদ বোগদাদির মহল্লায়।
সোলায়মান আগেই মারা গিয়েছিল লাঠিও ঘুনে খেয়েছিল
বাতাসতো শুধু উপলক্ষ্য মাত্র
হৃদয়তো আগেই ভোগের পূজারি হয়ে গিয়েছে
মাথার র্স্কাফ আর শরীরের বোর্খাতো কেবলই মুখোশ।
বন্ধু, বুকের ওড়নায় মুখ ঢ়েকে কদিন পালাবে বিবেকের আয়না থেকে।
তোমাদের কুকর্মে পার্কের ঝোঁপগুলো মুখ টিপে হাসে ।
বিষয়: সাহিত্য
৮৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন