তোমাদের অকৃত্রিম ভালবাসার ঋন শোধ হবেনা চিরদিন
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২১ অক্টোবর, ২০১৪, ১২:৫৭:০২ রাত
এক দল চৌকশ মুজাহিদীনি জোনাকী বোনরা এল
ময়দান খানি রেখে হ্রদয়ের ভালবাসার টানে চলে এল
এই হীনচিত্তের অসুস্থ্য অসহায় এক বোনকে দেখতে এল।
আমার বোনদের অদম্য স্প্রীডি প্রেরনা দায়ক কথা শুনলাম
আর কেদে বললাম, প্রভু আমার অনেক কাজ বাকী রয়ে গেছে।
অনেক অনাবাদী হৃদয়ে আমার ইসলামের চাষ করা বাকী আছে।
একটু শক্তি দাও দেহের অঙ্গ ও বুদ্ধি হেড অফিস চলার জন্য স্বচল কর।
াল্লাহ ও আল্লাহর রাসুল সাঃ ভালবাসার কারনে
আমার আত্তার সাথে না দেখেও মিশে আছো যারা
নেটে ব্লগে এসে পেয়েছি তোমাদের পবিত্র ভালবাসা ।
তোমাদের অকৃত্রিম ভালবাসার ঋন শোধ হবেনা চিরদিন
শোধ করার সাধ্য আমার নেই তা আগে বলেচি বহুদিন
আমি বলল আল্লাহ এর বিনিময়ে উত্তম ভাবে দিয়ে দিক
তোমাদের দুনিয়া ও আখিরাতে জান্নাতের শান্তি দান করুন।
রেহেনুমা বিনতে আনিস ,আপুমনি তোমার মধুমাখা হাতের মেসেজ বেশী কষ্ট লাগলে যতবার পড়েছি নিজের বাচার জন্য ততবার কেদেছি।
তুমি লিখেছো তিমি সহসায় দেশে আসছ ,এসে যেন আমাকে সুস্থ্য অবস্থ্যায় পাও। এটা তোমার ভালবাসার অধিকার।
আমি যেন তোমার এই অনুরোধটা রেখে সুস্থ্য হয়ে যাই, আমিও তাই চাই।
তুমি দেশে এসে জেনো আমাকে সুস্থ্য পাও,অনেক কাজ করতে হবে তোমার সাথে আর শিখতে হবে তোমার থেকে ।
আমার বড় স্বাদ জাগে তোমাকে একবার দেখে আমার দু' নয়নের স্বাদ মিটিয়ে নিতে।
তাই বার বার বলি প্রভু আমায় পূর্নশক্তি ও নেখায়াত দাও কোরানের সৈনিক হিসাবে কাজ করার জন্য ।
ফয়সাল আব্বু পাঠানো ল্যাবটপে দিয়ে শুয়েও নেট চালাতে পারি আল্লাহ তাকে উত্তম পুরুস্কারদিন।
আর সবাঈ আমার জন্য আল্লাহর কাছে সেফা চেয়ে অশ্রু বিসর্জন করে কষ্ট করেছেন তাদের এই ভালবাসার মুল্য আমি আল্লাহর দায়িত্বে দিয়েছি আর
সবার জন্য আমার কৃতজ্ঞতা বোধ সহ আল্লাহর কাছে দুজাহানের সার্বিক কল্যান ও নেকহায়াত চাই।
আল্লাহর রহমত ও তোমাদের সাহায্য চাওয়ার রহমতে আমি আগের থেকে কিছুটা সুস্থ্য।
বাম পাশটা একটু স্বচল হচ্ছে, মুখের কথা আদৌ আদৌ বোল এর মত আসছে,আলহাওমদুলিল্লাহ।
আমার বিপদের সময় আপনাদের সবার আমার প্রতি ভালবাসার ঋন কোন দিন শোধ হবে না।
সবার কাছে অনুরোধ আপনাদের অন্তরের গহীন থেকে আসা আল্লাহর সাহায্য চালিয়ে যাবেন।
না হলে আমি পাপী গোলাম আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাব ।তাই দোয় চালিয়ে যাবেন।
আপনাদের সবার প্রতি রঈল আমর অসুস্থ্য মন ও শরিলের হাজার সালাম ও প্রানঢালা শুভেচ্ছা।
আমার জন্য দোয়া চাইবেন। আমার এই সমাজের জন্য করার মত অনেক কাজ এখন বাকী
তাই কাজ গুলো শেষ করার জন্য ঈমান আমল যোগ্যতা সুস্থ্যতা ও নেকহায়াত আল্লাহ আমাকে দান করুন।
সুস্থ্যতা অনেক বড় নেয়ামত ।যিনি সুস্থ্য তিনি বুঝবেন না।অসুস্থ্য ব্যক্তি তা হাড়ে হাড়ে বুঝে।
তাই আল্লাহ আমাদের সুস্থ্য থাকা অবস্থ্যায় আল্লাহর কাজ গুলো করার তাওফিক দান করুন।
অসুস্থ্য মাথা দেহ মন নিয়ে কি লিখেছি নিজেও জানি না নেন।জানা অজানা অজ্ঞতায় করা অপরাদ সমুহ আমার ক্ষমা করে দিবেন,।
[
বিষয়: বিবিধ
২২১০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শ্রদ্ধেয় আপু জ্বী আসসালামু আলাইকুম...
পরিপুর্ণ সুস্হ্য হয়ে আবার ব্লগের ময়দানে ফিরে আসুন-করুণাময় আল্লাহর কাছে সদাই এই দোয়া করি।
আমাদের জন্যেও দোয়া করবেন।
মহান আল্লাহর কাছে দুয়া করছি আপনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও দাওয়াতি কাজ চালিয়ে যেতে পারেন। আপনি সুস্থ হয়ে নিন। তখন কথা হবে...ইনশাআল্লাহ।
আমার জন্য বেশি বেশি দুয়া করবেন। আমি অসুস্থ।
তাই আল্লাহ আমাদের সুস্থ্য থাকা অবস্থ্যায় আল্লাহর কাজ গুলো করার তাওফিক দান করুন।
-আমিন।
মন্তব্য করতে লগইন করুন