তিন সময়
লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ০৫ নভেম্বর, ২০১৪, ০১:০৭:৪৬ রাত
শৈশবে তুমি খেলাধুলাকে
মনে কর একমাত্র কাজ
খেলার সামগ্রী কেড়ে নিলে
ভাব তোমার জীবন বরবাদ।
যৌবনে তুমি জলুস বাড়াতে
সাজ-সজ্জায় মত্ত রও
কে কার চেয়ে আরও বড়
সেটাই আসল ভেবে নাও।
বার্ধক্যে এসে ধনে-জনে
প্রাচুর্যের হিসাব মিলাতে চাও
কী পেয়েছি ? কী পাই নাই ?
হিসাবের খাতায় ধরতে যাও।
যত মিলাও হিসাবের খাতা
এগুলো আসল হিসাব নয়
জীবনে সফল হবে তখনই
যখন বরযখ আর কবরের পুঁজি পাও।
সে পুঁজিতো কেউ দেবে না
নিজের পুঁজি নিজে করতে হয়
জ্ঞানী আর বুদ্ধিমান যেজন
সে ই একাজে সফল হয়।
বিষয়: বিবিধ
১০৭২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবিতা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ ভাইয়া ।
এগুলো আসল হিসাব নয়
জীবনে সফল হবে তখনই
যখন বরযখ আর কবরের পুঁজি পাও।
খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
এতো দেখছি নতুন রুপে রেনেসার কবির প্রতিভা।
আল্লাহ আপনাকে আরো সুযোগ তৈরী করে দেন। আমরা আপনার সাথে আছি।
মন্তব্য করতে লগইন করুন