কাব্যে সূরা- লাহাব
লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ৩১ অক্টোবর, ২০১৪, ০২:৪০:২১ রাত
গোটা কুরআনে একটি সূরাই
দুশমনের নামে নিন্দা করে লেখা
যার মাঝে স্পষ্ট হয়ে গিয়েছে
আবু লাহাবের ভাগ্যরেখা।
গোত্র প্রীতি বংশ প্রীতি
আরবে যুগ যুগ ছিল
শুধু একমাত্র আবু লাহাব ই
এর বিরুদ্ধে গেল।
দ্বীনের দাওয়াত স্তব্ধ করে দিতে সে
তুলেছিল আপন হস্ত
রাসুলের দাওয়াতকে মিথ্যা প্রতিপন্ন
করতে হয়েছিল সে ব্যস্ত।
ধ্বংসের বাণী বয়ে এলো তাই
বয়ে এলো এ সূরার মাঝে
ধ্বংস হোক আবু লাহাবের হস্তদ্বয়
ধ্বংস হোক সে নিজে।
তার ধন সম্পদ তার উপার্জন
সব গেল বিপথে
কিছু পারে নাই বাঁচাতে তাহাকে
দুনিয়ার জিল্লতি থেকে।
অচিরেই সে প্রবেশ করবে
শিখা বিশিষ্ট জাহান্নামের আগুনে
শুধু একা নয় সাথে নিয়ে যাবে
তার স্ত্রী উম্মে জামিলকে।
যে বহন করত জ্বালানী কাঠ
আর রাসুলের পথে দিত কাঁটা
খাবারের উপরে দিত ময়লা আবর্জনা
রটাইত অনেক মিথ্যা বানোয়াট কথা।
গলায় জড়াইত অনেক দামি হার
বলত তা করবে দ্বীনের বিরুদ্ধে ব্যবহার।
সেই গলায় ই পড়বে তাহার
খেজুরের আঁশের শক্ত রশি
যে রশি পড়ে লেগেছিল
তাহার গলায় ফাঁসি।
একে একে সব বাস্তব হল
আল্লাহ তায়ালার বাণী
অতি করুণ অবস্থায় হয়েছিল
আবু লাহাবের মৃত্যুখানি।
এমনি পচন রোগে ধরেছিল
তার সারাটি অঙ্গে
দাঁড়া-পরিবার কেহ নাহি আর
রহিল তাহার সঙ্গে।
মৃত্যুর পরেও তিন দিন ধরে
লাশ পড়ে রইল অবহেলায়
দুর্গন্ধতে পরিবেশ দূষিত
সবাই তার পরিবারকে ধিক্কার জানায়।
তখন কয়েকজন হাবাশী মজুর
টাকার বিনিময়ে
লাশটি তাহার দিল মাটি চাপা
কাঠ দিয়ে ঠেলে ঠেলে।
এইছিল মক্কার চার ধনীর
এক ধনীর পরিণাম
ভাগ্যে তাহার লিখা হয়ে গেল
চিরদিনের জন্য জাহান্নাম।
বিষয়: সাহিত্য
১৩৫৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক ধনীর পরিণাম
ভাগ্যে তাহার লিখা হয়ে গেল
চিরদিনের জন্য জাহান্নাম।
এটাই নিয়ম। আল্লাহর দ্বীনের সাথে যারা এমন আচরণ করবে তাদের পরিণতি এমন ই হবে।
জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন