কাব্যে সুরা নাস
লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ২৬ অক্টোবর, ২০১৪, ০২:১৭:৩৫ রাত
শয়তান বেচে থাকার সুযোগ চাইল
আল্লাহ তায়ালার কাছে,
আল্লাহ সে সুযোগ দিলেন তাকে
দেখতে কী করতে পারে সে ?
শয়তান বলল আমি হামলা চালাবো
মানুষের সবদিক থেকে,
অকৃতজ্ঞ হিসেবে পাবেন আপনি
তখন অনেককে।
আল্লাহ বললেন সে সুযোগ তুমি
পাবে না হে ! শয়তান ,
মেনে চলবে যারা আমার দেয়া
সত্যিকারের জীবনবিধান।
যারা রাখবে আমার উপর
সত্যিকারের আস্থা,
দেখিয়ে দেবো আমি তাদের
সহজ-সরল রাস্তা।
বল হে নবী আশ্রয় চাই আমি
মানুষের প্রতিপালকের কাছে,
মানুষের অধিপতি যিনি
সত্যিকারের উপাস্য যে।
রক্ষা কর আমায় তুমি
কুমন্ত্রণাদাতার সকল অনিষ্ট থেকে,
আত্মগোপন করে থেকে
কুমন্ত্রণা দেয় যে।
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
মানুষের মধ্য হতে,
শুধু মানুষ নয় জীনদের মাঝেও
আছে এমন অনেকে।
তুমি ছাড়া আর কে আছে আমার
নিখিল জাহানের প্রভূ,
তুমি ছাড়া আর কারো কাছে আমি
সাহায্য চাই না কভূ।
সাহায্য কর আশ্রয় দাও
হে- জালীল ও জাব্বার
সকল অনিষ্ট অমঙ্গল হতে আমায়
করিও উদ্ধার।
বিষয়: সাহিত্য
১১৭১ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লাগ্লো খুব...
এটা আপনাকে বিবেচনায় রাখতে হবে
আপনিও অন্যদের পোস্টে তেমন বেশী মন্তব্য করেননি
আপনার ততপরতা ও বিচক্ষণ মন্তব্য/জবাবই আপনাকে পরিচিত ও প্রিয় করে তুলবে
দোয়া করি
মন্তব্য করতে লগইন করুন