কাব্যে সুরা নাস

লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ২৬ অক্টোবর, ২০১৪, ০২:১৭:৩৫ রাত

শয়তান বেচে থাকার সুযোগ চাইল

আল্লাহ তায়ালার কাছে,

আল্লাহ সে সুযোগ দিলেন তাকে

দেখতে কী করতে পারে সে ?

শয়তান বলল আমি হামলা চালাবো

মানুষের সবদিক থেকে,

অকৃতজ্ঞ হিসেবে পাবেন আপনি

তখন অনেককে।

আল্লাহ বললেন সে সুযোগ তুমি

পাবে না হে ! শয়তান ,

মেনে চলবে যারা আমার দেয়া

সত্যিকারের জীবনবিধান।

যারা রাখবে আমার উপর

সত্যিকারের আস্থা,

দেখিয়ে দেবো আমি তাদের

সহজ-সরল রাস্তা।

বল হে নবী আশ্রয় চাই আমি

মানুষের প্রতিপালকের কাছে,

মানুষের অধিপতি যিনি

সত্যিকারের উপাস্য যে।

রক্ষা কর আমায় তুমি

কুমন্ত্রণাদাতার সকল অনিষ্ট থেকে,

আত্মগোপন করে থেকে

কুমন্ত্রণা দেয় যে।

যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে

মানুষের মধ্য হতে,

শুধু মানুষ নয় জীনদের মাঝেও

আছে এমন অনেকে।

তুমি ছাড়া আর কে আছে আমার

নিখিল জাহানের প্রভূ,

তুমি ছাড়া আর কারো কাছে আমি

সাহায্য চাই না কভূ।

সাহায্য কর আশ্রয় দাও

হে- জালীল ও জাব্বার

সকল অনিষ্ট অমঙ্গল হতে আমায়

করিও উদ্ধার।

বিষয়: সাহিত্য

১১৭১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

278168
২৬ অক্টোবর ২০১৪ রাত ০৪:৩০
ভিশু লিখেছেন : দারুণ হয়েছে, আলহামদুলিল্লাহ।
ভালো লাগ্লো খুব... Praying Happy Good Luck
278185
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৩০
বৃত্তের বাইরে লিখেছেন : Good Luckভালো লাগলো
278199
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৭:২৩
মোস্তফা সোহলে লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
290718
০২ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৩০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


যাঁরা মন্তব্য করেন তাঁদের কোন জবাব না দেয়াতে পরে আর তাঁরা সেই ব্লগারের পোস্ট পড়ার আগ্রহ রাখেননা

এটা আপনাকে বিবেচনায় রাখতে হবে Tongue

আপনিও অন্যদের পোস্টে তেমন বেশী মন্তব্য করেননি Thinking

আপনার ততপরতা ও বিচক্ষণ মন্তব্য/জবাবই আপনাকে পরিচিত ও প্রিয় করে তুলবে Rose

দোয়া করি Praying Praying
290749
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ১২:১৯
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ সুন্দর পরামর্শের জন্য।ভবিষ্যতে পরামর্শগুলো কাজে লাগাবো ইনশাআল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File