কাব্যে সূরা-ফাতেহা

লিখেছেন লিখেছেন রফিক ফয়েজী ২৩ অক্টোবর, ২০১৪, ০১:৪১:২৮ রাত

সমস্ত প্রশংসা তোমার জন্যে

সারা দুনিয়ার মালিক হে !

করুণা এবং দয়ার নিদর্শন

তোমার মতো আর দেখাতে পারে কে ?

পরম দয়ালু করুণার আধার

ওগো প্রভূ দয়াময় ,

চাই শুধূ আমি করুণা তোমার

সারাটি জীববময়।

প্রতিফল দিবসের তুমিই মালিক

তুমি ছাড়া আর নাই গতি ,

তাইতো বারবার ফিরে আসি প্রভূ

ফিরে আসি শুধু তোমার প্রতি।

তোমার এবাদত শুধু করি মোরা

তোমার কাছেই সাহায্য চাই ,

তুমিইত শুধু করুণার আধার

তোমার কাছে যেন আশ্রয় পাই।

সঠিক সরল পূর্ণ পন্থার

শুধুই মোরা সন্ধান চাই ,

তুমি ছাড়া আর কারো কাছে প্রভূ

এ পথের কোন সন্ধান নাই।

সহজ সরল সঠিক পন্থা

আমারে দেখাও তুমি ,

তুমিই সঠিক পথের দাতা

তুমিই জগত স্বামী।

সে পথে কভূ নিও না প্রভূ

যে পথে তোমার প্রিয়জন নাই ,

সে পথে চালাও যে পথে গেলে

তোমার প্রিয়জনদের দেখা পাই।

এ পথে চলে অনেকেই প্রভূ

হয়েছে পুরস্কারের অধিকারী

আমাদের শুধু করে নাও তুমি

তাদের পথের উত্তরসূরী।

অভিশপ্ত আর পথভ্রষ্ট যারা

হেদায়াত যাদের কর নাই দান

সে পথে না নিয়ে নাও গো সে পথে

যে পথে গেলে কর জান্নাত দান।

বিষয়: সাহিত্য

১১৮৭ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277221
২৩ অক্টোবর ২০১৪ রাত ০৩:৫২
বন্যা ইসলাম লিখেছেন : একথা কি আল্লা নিজে বলছেন? নাকি যিনি আল্লাকে সৃষ্টি করেন তার কথা??
২৪ অক্টোবর ২০১৪ রাত ০৮:০৩
221746
রফিক ফয়েজী লিখেছেন : এগুলো কুরানের কথা।যা আল্লাহ নিজেই সুরা ফাতেহায় বলেছেন।যিনি আল্লাহকে সৃষ্টি করেন বলতে কী বুঝাতে চাচ্ছেন বুঝলাম না?
277314
২৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:২২
অনেক পথ বাকি লিখেছেন : Good Luck Good Luck অভিশপ্ত আর পথভ্রষ্ট যারা
হেদায়াত যাদের কর নাই দান
সে পথে না নিয়ে নাও গো সে পথে
যে পথে গেলে কর জান্নাত দান। Good Luck Good Luck
290716
০২ ডিসেম্বর ২০১৪ রাত ১১:২৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ, Rose Rose Praying Praying
290751
০৩ ডিসেম্বর ২০১৪ রাত ১২:২২
রফিক ফয়েজী লিখেছেন : ধন্যবাদ মন্তব্যের জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File