বিজ্ঞানের ধারণাকে ভুল প্রমান করলো নুতন গবেষণা

লিখেছেন লিখেছেন সাইফুল ইসলাম গাজী ২১ অক্টোবর, ২০১৪, ০৯:১০:২৮ রাত

আল্লাহ বলেন, ‘হে ঈমানদারগণ! নিশ্চয়ই মদ, জুয়া, পূজার বেদী ও ভাগ্য নির্ধারক শর সমূহ শয়তানের নাপাক কর্ম বৈ কিছুই নয়। অতএব এগুলো থেকে বিরত হও। তাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হবে’। ‘শয়তান তো কেবল চায়, মদ ও জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে পরস্পরে শত্রুতা ও বিদ্বেষ সৃষ্টি করতে এবং আল্লাহর স্মরণ ও ছালাত হ’তে তোমাদেরকে বাধা প্রদান করতে। অতএব তোমরা নিবৃত্ত হবে কি?’ (মায়েদাহ ৫/৯০-৯১)।



চিকিৎসা বিজ্ঞানে দীর্ঘদিন ধরে বলা হচ্ছে, পরিমিত মদ্যপান কিছু ক্ষেত্রে স্বাস্থ্যের জন্য ভালো। পরিমিত মদ্যপান করলে হৃৎপিণ্ডের ক্ষতি হয় না৷ কিন্তু সম্প্রতি এক গবেষণা এ তথ্যকে ভুল প্রমাণ করেছে৷শুক্রবার ব্রিটিশ মেডিকেল জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, পরিমিত পরিমাণে মদ্যপান করলেও রক্তচাপ বাড়তে পারে, হৃদপিণ্ডের সমস্যা দেখা দিতে পারে৷ যারা স্বল্প পরিমাণে মদ্যপান করেন, তাদের তুলনায় যারা একেবারেই মদ খান না, তাদের হৃদরোগ হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যায় এবং উচ্চ রক্তচাপের ঝুঁকিও কম থাকে তাঁদের৷

প্রতিবেদনটিতে বলা হয়েছে, গবেষকরা ইউরোপের বিভিন্ন দেশের ২ লাখ ৬০ হাজার মানুষের উপর গবেষণা করেছেন৷ গবেষণায় দেখা গেছে যারা অল্প মদ্যপান করেন তাদের চেয়ে যারা মদ্যপান করেন না তাদের হৃদরোগের সম্ভাবনা ১০ ভাগ কমে যায়৷ এর আগে গবেষকরা বলেছিলেন, হৃৎপিণ্ডে কোলেস্টোরল জমে যাওয়া থেকে মুক্ত থাকতে হলে সপ্তাহে এক বা দু’বার মদপান করে যেতে পারে৷ Unlucky Oh go On

বিষয়: বিবিধ

১৪৩৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276884
২১ অক্টোবর ২০১৪ রাত ০৯:২৯
জহুরুল লিখেছেন : ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।
276890
২১ অক্টোবর ২০১৪ রাত ১০:০৪
সাইফুল ইসলাম গাজী লিখেছেন : যারা ভালো মানুষ তাদের কাছে ভালো পোষ্ট ভালতো লাগবে, অাপনাকে ও ধন্যবাদ
276892
২১ অক্টোবর ২০১৪ রাত ১০:১৯
নিরবে লিখেছেন : আমি ভালো মানুষ না ,তাও ভালো লাগলো তো।
276902
২১ অক্টোবর ২০১৪ রাত ১০:৫৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এটাই সত্য! কিছু কোম্পানির অর্থায়নে তথাকথিত গবেষনা করে আবিস্কার করা হয় মদ্য বা মাদক সাস্থের জন্য ভাল!!
276916
২২ অক্টোবর ২০১৪ রাত ১২:০৫
তিমির মুস্তাফা লিখেছেন : ভালো লাগল, অনেক ধন্যবাদ।
277207
২৩ অক্টোবর ২০১৪ রাত ১২:১৫
সাইফুল ইসলাম গাজী লিখেছেন : ভলো লাগেছে তাই অাপাদের সকলকে ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File