ছোট ছোট বালুকণা - ১

লিখেছেন লিখেছেন রেহনুমা বিনত আনিস ২১ অক্টোবর, ২০১৪, ০৯:০০:৫৩ রাত

সামিয়া ছিল একেবারেই অন্য ধাঁচের একটা মেয়ে। শিক্ষক পিতার সন্তান বলেই হয়ত ওর মাঝে পার্থিব কামনা বাসনার উর্ধ্বে স্থান পেয়েছিল মানবিকতাবোধ এবং পরোপকারের অদম্য ইচ্ছা। যেখানে ওর সহপাঠিনীরা স্বপ্ন দেখত কোন বড়লোকের ছেলেকে বিয়ে করে লন্ডন প্যারিস অ্যামেরিকা ঘুরে ঘুরে জীবন কাটিয়ে দেয়ার, সামিয়ার জীবনের লক্ষ্য ছিল এমন কাউকে বিয়ে করার যার জীবনের সকল অভাব এবং শূন্যতাবোধ সে ভালোবাসা এবং যত্ন দিয়ে কানায় কানায় পরিপূর্ণ করে দেবে। মনের সঙ্গোপনে ওর একটা সুপ্ত ইচ্ছা ছিল ওর বাবার প্রিয় ছাত্র আবদুল্লাহ ভাইকে বিয়ে করার। ছেলেটি জীবনের কাছে কিছুই পায়নি। বাবামা ছিলোনা, মানুষ হয়েছে চাচা চাচীর কাছে। একটা বিয়ে করেছিল, বউটা মরে গেল এক বছরের মাথায়। মেধার অভাব ছিলোনা মোটেই, কিন্তু তদবীর করার কেউ ছিলোনা, সামান্য একটা চাকরী করে, চলে কোনক্রমে। ওর শার্টের ছেঁড়া পকেটটা দেখলে সামিয়ার ইচ্ছে করে সেলাই করে দিতে। ওর ঘর্মাক্ত, ক্লান্ত, বিষন্ন মুখটা দেখলে সামিয়ার বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে, ইচ্ছে করে আঁচল দিয়ে মুছিয়ে দিতে। আবার আবদুল্লাহ যখন নামাজে দাঁড়িয়ে সুমধুর স্বরে তিলাওয়াত করে তখন ওর মনটা এক স্নিগ্ধ প্রশান্তিতে ভরে যায়। আবদুল্লাহ কখনো ওর দিকে তাকায়না, চোখ পড়লে দ্রুত চোখ নামিয়ে নেয়, কথা বলার তো প্রশ্নই ওঠেনা। এতে বরং আবদুল্লাহর প্রতি ওর শ্রদ্ধা বেড়ে যায়। তবে সামিয়া নিজেও ওর বাবার ছাত্রদের সামনে তেমন আসেনা।

শুধু একজনের সাথে সে পেরে ওঠেনা – মাসরুর ভাই। এই ছাত্রটি যেমন আমুদে তেমন গপ্পবাজ। বাবা না থাকলে রান্নাঘরে এসে মায়ের সাথে গল্প জুড়ে দেয়। সামিয়া মাকে সাহায্য করতে গেলে ওর সাথেও গল্প শুরু করে দেয়, সে হুঁ হাঁ করে পালিয়ে বাঁচে। বিরাট বড়লোকের ছেলে মাসরুর। কিন্তু সেটাই তার একমাত্র পরিচয় নয়, অল্প বয়সেই সে নিজেও প্রতিষ্ঠিত ব্যাবসায়ী। দেখতে সুন্দর, ভাল পোশাক আর সুগন্ধী তাকে আরো আকর্ষনীয় করে তোলে। সামিয়াদের বাসার সামনে মাসরুরের গাড়ী দেখলেই কিভাবে যেন পাড়ার চাচী, খালা, ফুপুরা দলে দলে তাদের মেয়ে, ভাগনী, ভাতিজিদের নিয়ে ওদের বাসায় বেড়াতে আসতে থাকে। বাসায় কাজ বাড়ে প্রচুর। তাই মাসরুরের আসাটা সামিয়ার পছন্দ নয়। বান্ধবীরা বলে, ‘আহা, উনি আমাদের বাসায় এলে আমরা ধন্য হয়ে যেতাম! তুই একটা নিরামিষ’।

একদিন বিকালে মাসরুর বেড়াতে এসেছে ওর মা বাবাকে নিয়ে। মেহমান দেখেই সামিয়া রান্নাঘরে ছুটলো মাকে সাহায্য করতে। গিয়ে দেখে মা ফ্রিজ থেকে সেমাই, মিষ্টি, দই ইত্যাদি বের করছেন। বুঝলো মাসরুর মাকে আগে জানিয়েছে। যাক, লোকটার কিছু হুঁশজ্ঞান আছে তাহলে! সামিয়াকে দেখে মা বললেন, ‘তুই একটা ভাল কিছু পর, মাসরুরের আম্মাকে ভিতরের ঘরে নিয়ে বসাই। আর শোন, সাইফ সাইদকে বল বাসায় মেহমান এসেছে, সামনের ঘরে গিয়ে বসতে’।

সামিয়া আঁতকে উঠে বলে, ‘ও মাগো! আমি ভাইয়াদের কিছু বলতে পারবনা। ওরা দু’জনই পড়ছে, কিছু বলতে গেলে হত্যাকান্ড হয়ে যাবে! বসার ঘরে আব্বুর গলা শুনেছি, ওদের যেতে হবেনা। ’

মা জোর দিয়ে বললেন, ‘বল, আমি বলেছি সামনের ঘরে যেতে, কিছু বলবেনা’।

বুকের ভেতর হৃৎপিন্ডটার ধড়াস ধড়াস শব্দ যেন কানে শুনতে পাচ্ছে সামিয়া। দুই ভাই মনোযোগ দিয়ে পড়ছে। সে দরজায় দাঁড়িয়ে চোখ বন্ধ করে সাহস করে বলে ফেলল, ‘ভাইয়া, মা বলেছে ঘরে মেহমান এসেছে, সামনের ঘরে যেতে’। চোখ খুলে দেখে সাইদ আয়নার সামনে চুলে চিরুনী বুলাচ্ছে, সাইফ পাশে দিয়ে যেতে যেতে মাথায় হাত বুলিয়ে ওর চুলগুলো এলোমেলো করে দিলো। যাক, তবু বকা তো দেয়নি!

নিজের ঘরে গিয়ে কাঠের আলমারিটা খুলল সামিয়া। এককালে এটা ওর দাদীর ছিল, এখন এটা ওর সম্পত্তির আধার। আলমারীর অর্ধেকটা জুড়ে বই। বাকীটায় ক’খানা জামাকাপড় আর কিছু ইমিটেশনের গহনা, নিজের আঁকা কিছু ছবি আর কিছু ডায়রী যার পাতায় পাতায় ওর লেখা কবিতা। গতকাল যে জামাটা নাবিহার বাসায় পরে গেছিল সে জামাটা ভাঁজ করা হয়ে ওঠেনি, ওটাই গায়ে চাপিয়ে নিলো সে। কাপড় বদলে রুমের দরজা খুলতেই দেখে মাসরুরের মাকে নিয়ে আম্মু হাজির। সালাম দিয়ে ওনাকে বিছানায় বসার ব্যাবস্থা করে দিয়ে চলে যাচ্ছিল সামিয়া, মা ডেকে বললেন, ‘তুই ওনার সাথে গল্প কর, আমি নাস্তা দিয়ে আসছি’।

সামিয়া বলল, ‘আমি ভাইয়াদের দিয়ে সামনের ঘরে নাস্তা পাঠিয়ে দিচ্ছি, তুমি ওনার সাথে বোস’।

কিন্তু মা ওকে বসিয়ে রেখে চলে গেলেন। সামিয়া মাসরুরের মায়ের সাথে কি কথা বলবে? উনি নানারকম কথা জিজ্ঞেস করতে লাগলেন, কি পড় কি কর জাতীয়,যা সচরাচর মুরুব্বীরা জিজ্ঞেস করে থাকেন, সে উত্তর দিয়ে গেল।

খাওয়া দাওয়া গল্পগুজব শেষ, মেহমান চলে গেল। কিছুক্ষণ পর বাবা এসে সামিয়াকে ডাকলেন, ‘মা, কি করিস?’

‘কিছু না আব্বু, পড়তে বসব’।

‘আচ্ছা। আগে চল তোর সাথে কিছু কথা বলি। তুই এখানে আমার সামনে বস’।

বাবাকে বিছানায় বসতে দেখে সামিয়া সামনে দাঁড়িয়ে রইল। বাবা ওকে হাত ধরে পাশে বসালেন।

‘শোন মা, মেয়ে বড় হলে বাবামায়ের চিন্তার অন্ত থাকেনা - একটা ভাল ছেলে পাব তো? শ্বশুরবাড়ীতে মেয়েটাকে আদর যত্ন করবে তো? মেয়েটা ভাল থাকবে তো? আল্লাহ আমাদের চিন্তা শুরু করার আগেই সেই চিন্তা থেকে মুক্তি দিলেন। মাসরুরের আগে ওর বাবা আমার ছাত্র ছিল। তখন আমি মাত্র শিক্ষকতা শুরু করেছি। সে ছিল আমার বছর চারেকের ছোট। ওর বিয়ে, মাসরুরের জন্ম সব আমার চোখের সামনে। ওর মা খুব ভাল মেয়ে রে। আজ ওরা যখন মাসরুরের জন্য তোকে চাইল আমি তোর সাথে কথা না বলেই হ্যাঁ করে দিলাম। তোর মা, সাইফ, সাইদ সবাই খুশি। কি রে মা? আমরা তোকে জিজ্ঞেস না করেই সিদ্ধান্ত দিয়ে দিলাম বলে মনে খুব কষ্ট পেয়েছিস?’

সামিয়ার পাংশুটে মুখ দেখে বাবা ভাবলেন ওর সাথে আলাপ না করেই সিদ্ধান্ত দেয়ায় সে মর্মাহত হয়েছে। কিন্তু তিনি বুঝলেন না ঐ মূহূর্তে সামিয়ার সারা জীবনের লালিত স্বপ্ন ধূলিস্যাত হয়ে গেল, সে তো রাজরানী হতে চায়নি কখনো, চেয়েছিল ঘুঁটেকুড়ানী হতে! কিন্তু ওর ভুল হয়েছিল এই ভেবে যে পরিবারের সবাই ওর মত করে ভাববে। কিন্তু ওদেরই বা দোষ কোথায়? যার জন্য ঘুঁটেকুড়ানী হতে পারে তেমন কেউ তো আজও আসেনি! রাজা রানী যদি যেচে রাজপুত্রের জন্য ঘুঁটেকুড়ানীকে নিতে চায় তাহলে কোন স্বাভাবিক পরিবার কোন যুক্তিতে মানা করবে? সে জানে মাসরুরের বাবা মা ওর বাবার প্রতি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতাবশত ওকে বৌ করে নিতে চেয়েছেন, নইলে আর্থিক এবং সামাজিক দিক থেকে ওদের পার্থক্য আকাশ পাতাল। কিন্তু যে মাসরুরের জন্য দুনিয়ার সুন্দরী মেয়েরা হুমড়ি খেয়ে পড়ে সে কেন ওকে বিয়ে করতে রাজী হোল সেটা কিছুতেই ওর মাথায় এলোনা।

‘কি মা, কিছু বলবিনা?’

বাস্তবতায় ফিরে এলো সামিয়া। মাথা নাড়লো, ‘তোমরা যা ভাল মনে কর আব্বু’।

(চালাতে চেষ্টা করব ইনশা আল্লাহ)

বিষয়: বিবিধ

২২৫০ বার পঠিত, ৬৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

276877
২১ অক্টোবর ২০১৪ রাত ০৯:০৯
নিরবে লিখেছেন : Amazing sister Big Hug
২১ অক্টোবর ২০১৪ রাত ১১:১৯
220899
রেহনুমা বিনত আনিস লিখেছেন : প্রথম মন্তব্যের জন্য ধন্যবাদ আপু, চেষ্টায় আছি গল্পটা শেষ করার, বহুবছর যাবত মাথার ভেতর ঝুলে আছে, কিছুতেই কাগজে নামাতে পারছিনা।Worried
276898
২১ অক্টোবর ২০১৪ রাত ১০:৪৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমি পড়ে মন্তব্য করবো ইনশা আল্লাহ Give Up Give Up আগে ধন্যবাদ দিয়ে গেলাম সিরিজ শুরু করার জন্য Good Luck Good Luck Good Luck Good Luck
২১ অক্টোবর ২০১৪ রাত ১১:২০
220901
রেহনুমা বিনত আনিস লিখেছেন : সিরিজ না ভাই, গল্প একটাই। কিন্তু অনেক লম্বা, তাই ভাগ করে দিচ্ছি। সিরিজ কন্যা টাইটেল তো আমার ছোটবোন আফরোজার, ওদিকে আমি হাত বাড়াব? ছিঃ ছিঃ!
২৫ অক্টোবর ২০১৪ রাত ১০:১২
221929
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আচ্ছা আপু, সিরিজ আর "পর্বাকারে ভাগ করে দেয়ার" মধ্যে পার্থক্য আছে নাকি? Rolling Eyes Rolling Eyes আমাকে একটু বুঝিয়ে দিন ......... প্লীজ। Waiting Waiting

আপনি সিরিজ ম্যাডাম, আমার আফরোজাপু সিরিজ কন্যা @রেহনুমাপু Tongue Tongue
২৮ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৩৬
222543
রেহনুমা বিনত আনিস লিখেছেন : সিরিজে থাকে বিভিন্ন ঘটনার সন্নিবেশ, গল্প একই বিষয়কে শুরু থেকে টেনে পরিণতি পর্যন্ত নিয়ে যায়। প্রথমটার উদাহরণ হোল বিভিন্ন ফ্লেভারের চুয়িং গাম খাওয়া, আর দ্বিতীয়টার উদাহরণ হোল একটা চুয়িং গাম চিবাতে চিবাতে এক সময় মুখ থেকে ফেলে দেয়া। Happy
আমার সীমাবদ্ধতা, আমি এক ফ্লেভারের বেশি একসাথে দিতে পারিনা, এর জন্য আফরোজার মত মেধাবী লেখিকার প্রয়োজন হয়। বুঝেছেন এবার? Happy
276899
২১ অক্টোবর ২০১৪ রাত ১০:৫৫
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ ভালো লাগলো লিখাটি
২১ অক্টোবর ২০১৪ রাত ১১:২১
220902
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ধন্যবাদ আপু, আপনাদের অনুপ্রেরণায় হয়ত এবার লেখাটা শেষ করতে পারব Angel
276910
২১ অক্টোবর ২০১৪ রাত ১১:১২
শুকতারা লিখেছেন : আপু লেখা টা অনেক ভালো লাগলো।সিরিজ পড়ার অপেক্ষায় আছি। Happy
২১ অক্টোবর ২০১৪ রাত ১১:২২
220903
রেহনুমা বিনত আনিস লিখেছেন : অনেকদিন পর ফিরে এলেন!
সিরিজ না আপু, গল্প একটাই। কিন্তু অনেক লম্বা, তাই ভাগ করে দিচ্ছি। সিরিজ কন্যা টাইটেল তো আমার ছোটবোন আফরোজার, ওদিকে আমি হাত বাড়াব? ছিঃ ছিঃ!
276914
২১ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৮
আফরা লিখেছেন : অনেক ভাল হয়েছে গল্প আগামী পর্বের অপেক্ষায় থাকলাম ।
২২ অক্টোবর ২০১৪ সকাল ০৯:০৬
220951
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আলহামদুলিল্লাহ! চেষ্টা করছি আপু HappyLove Struck Love Struck
276918
২২ অক্টোবর ২০১৪ রাত ১২:০৭
ক্ষনিকের যাত্রী লিখেছেন : পরের পর্বের অপেক্ষায় রইলাম। Waiting আমার কাছে এমন অপেক্ষাটা খুবি কষ্টের। Broken Heart একবারেই গল্প শেষ পর্যন্ত পড়তে না পারলে কেমন জানি মনে হয়। মানে অতৃপ্তি লাগে। Broken Heart
সুন্দর একটি সিরিজ শুরু করার জন্য ধন্যবাদ। Good Luck Good Luck Rose Rose Rose
২২ অক্টোবর ২০১৪ সকাল ০৯:০৯
220952
রেহনুমা বিনত আনিস লিখেছেন : গল্পটা মাথায় নিয়ে ঘুরছি অনেক অনেকদিন ধরে, কিন্তু লেখার সময় পাচ্ছিনা, নইলে মুড আসছেনা, নইলে ঘিলু খালি হয়ে গিয়েছে এমন মনে হচ্ছে। এইবার বিসমিল্লাহ করে দিলাম প্রথম অংশ পোস্ট করে। দেখি আপনাদের আগ্রহে এবার শেষ করতে পারি কি'না Happy
276923
২২ অক্টোবর ২০১৪ রাত ১২:২১
সানওয়ার লিখেছেন : শুরুটা ভালো লেগেছে আপু, পরের অংশের অপেক্ষাই থাকলাম।
২২ অক্টোবর ২০১৪ সকাল ০৯:০৯
220953
রেহনুমা বিনত আনিস লিখেছেন : দু'আ করবেন যেন শেষ করতে পারি। ধন্যবাদ ভাই Happy
276936
২২ অক্টোবর ২০১৪ রাত ০২:০৯
লোকমান লিখেছেন : পুরোটাই পড়লাম।শেষ হয়েও যেন শেষ হল না। এখনো বুঝতে পারছি না সামিয়াকে কার সাথে বিয়ে দিবেন। আকর্ষন রেখে গেলাম। বাকি অংশ পড়ার অপেক্ষায় রইলাম....
২২ অক্টোবর ২০১৪ সকাল ০৯:১০
220954
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপনি?! কি সৌভাগ্য! এবার মনে হয় গল্পটা শেষ করেই ফেলতে পারব ইনশা আল্লাহ Happy
২২ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৪২
221058
লোকমান লিখেছেন : :Thinking :Thinking :Thinking :Thinking
276946
২২ অক্টোবর ২০১৪ সকাল ০৫:১১
রাইয়ান লিখেছেন : হুম ... গল্পের নায়িকাটিকে ভারী অদ্ভুত মেয়ে মনে হচ্ছে তো ! মানুষ যেখানে যে কোনো রকমের অক্ষমতাকে ইরেজার দিয়ে ঘষে তুলে ফেলতে চায় , সেখানে তার নিজেরই ঘুঁটেকুড়ানি হবার প্রবল ইচ্ছে ! ............পরেরটুকুর জন্য তো তর আর সইছেনা , আপু ! Day Dreaming
২২ অক্টোবর ২০১৪ সকাল ১০:৩৭
220988
রেহনুমা বিনত আনিস লিখেছেন : যেটা আরো অবিশ্বাস্য সেটা হোল গল্পটা সত্যি যদিও এর শেষটা আমি জানিনা Happy
১০
276954
২২ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৩৭
মামুন লিখেছেন : দুর্দান্ত লিখনি মন ছুঁয়ে গেলো। অনুপমেয় অনুভূতিতে বিলীন হলাম।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Rose Rose Good Luck Good Luck
২২ অক্টোবর ২০১৪ সকাল ০৯:১৩
220956
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপনার স্বচ্ছন্দ্য লেখনী তো আমাকে ভয় ধরিয়ে দিলো! আপনার আড়াই লাইনের কমেন্টে যে সাহিত্যমান আছে সেটা তো আমার পুরো গল্পেও নেই! Worried Worried Worried
২২ অক্টোবর ২০১৪ দুপুর ১২:২৮
221006
মামুন লিখেছেন : কি যে বলেন আপনি!
যা সত্য মনে হয়েছে, সেটাই অকপটে লিখে দিয়েছি। আপনার লিখার মান যে কতটা উঁচু মাপের / মানের সেটি আমরা পাঠকেরাই উপলব্ধি করতে পারি। এজন্যই আমাদের মন্তব্যে সেটি-ই প্রকাশ পায়।
আবারো ধন্যবাদ আপনাকে।
পরবর্তী লিখার প্রত্যাশায় রইলাম।
জাজাকাল্লাহু খাইর।Happy Good Luck Good Luck
১১
276975
২২ অক্টোবর ২০১৪ সকাল ০৯:৩৯
দুষ্টু পোলা লিখেছেন : বাকিটার অপেক্ষায় আপু Love Struck Love Struck
২২ অক্টোবর ২০১৪ সকাল ১০:৩৫
220986
রেহনুমা বিনত আনিস লিখেছেন : বহুবছর পর পুরোটা মাথা থেকে ডাউনলোড করতে সক্ষম হলাম। আশা করছি নিয়মিত বিরতিতে পুরোটা উপহার দিতে পারব ইনশা আল্লাহ Happy
১২
276990
২২ অক্টোবর ২০১৪ সকাল ১০:১৩
ফাতিমা মারিয়াম লিখেছেন : দুইটা নায়কই বেশ পছন্দ হয়েছে। Loser দেখা যাক সামিয়া কার ঘরে যায়! Thinking পরের কাহিনীর অপেক্ষায় রইলুম Waiting
২২ অক্টোবর ২০১৪ সকাল ১০:৩৬
220987
রেহনুমা বিনত আনিস লিখেছেন : পরের কাহিনী বেশ নিরামিষ। সত্য ঘটনায় নাটকীয়তা কম থাকে যে আপা! Angel
২৫ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৩
221937
ইমরান ভাই লিখেছেন : সামিয়া মাসরুর ঘড়ে যাবে, আমার কথা বিশ্বাস না হলে ২য় পর্ব দেখেন Tongue Tongue
১৩
277009
২২ অক্টোবর ২০১৪ সকাল ১১:১২
এস এম আবু নাছের লিখেছেন : আপু, পরবর্তী পর্বের আশায় অধীর আগ্রহে অপেক্ষা করছি। কখন পাবো?
২২ অক্টোবর ২০১৪ সকাল ১১:২৮
220995
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আশা করছি শীঘ্রই ইনশা আল্লাহ Happy
১৪
277042
২২ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১১
নিরব পড়ুয়া লিখেছেন : আপু গল্প শেষ না করে মন্তব্য করব না।তবে শুরুটা ভাল। আগামী পর্ব কবে।
২৩ অক্টোবর ২০১৪ রাত ০২:৪০
221176
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমিও তাই করি Happy
শীঘ্রই ইনশা আল্লাহ।
১৫
277271
২৩ অক্টোবর ২০১৪ সকাল ০৮:৪০
ইবনে হাসেম লিখেছেন : হুম, রহস্যের গন্ধ পাচ্ছি গল্পে। দেখলাম দ্বিতীয় কিস্তিও বাজারে এসে গেছে। যাচ্ছি সেখানে....
২৩ অক্টোবর ২০১৪ সকাল ০৯:১০
221231
রেহনুমা বিনত আনিস লিখেছেন : হা হা Happy
১৬
277324
২৩ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩৫
অনেক পথ বাকি লিখেছেন : সুন্দর পারিবারিক গল্প। ভালো লাগলো ধন্যবাদ পিলাচ
২৪ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৪৮
221603
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমার সাথে পথে নামার জন্য ধন্যবাদ, আশা করি বাকী পথটাও সাথে থাকবেন Happy
১৭
277350
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৪৮
দ্য স্লেভ লিখেছেন : শোনেন গরিব মানুষ তারপরও বলছি। আপনি লেখেন একেবারে ডিটেল। আপনার উপলব্দি একেবারে পার্ফেক্ট। দারুন লাগল হে বিনতে আনিস
২৪ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৪৯
221604
রেহনুমা বিনত আনিস লিখেছেন : সত্য ঘটনা লেখার জন্য তেমন মেধার প্রয়োজন হয়না হে আল্লাহর বান্দা Angel
২৪ অক্টোবর ২০১৪ সকাল ১১:৫৯
221685
দ্য স্লেভ লিখেছেন : এই কথাডা অন্তরে প্রশান্তি দিল-আল্লাহর বান্দা...আহ !! আপনার মুখে চন্দন বাগান আর ফুল-গাছ সব পড়ুক
২৫ অক্টোবর ২০১৪ সকাল ০৭:২২
221804
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Surprised Surprised Surprised তাহলে তো মারা যাব! Crying Crying Crying
২৫ অক্টোবর ২০১৪ দুপুর ১২:৩৪
221832
দ্য স্লেভ লিখেছেন : তাইলে জান্নাতে আপনার জন্যে স্পেশাল চন্দন বাগান আর ফুল বাগান আল্লাহ দান করুন !!!
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৯:১৩
222008
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমীন Praying Praying Praying Praying
১৮
278121
২৫ অক্টোবর ২০১৪ রাত ১০:১৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : অবশেষে শুরু করলাম পড়া। রাইয়ান আপুর হাতুড়ি পেটা কাজ হয়েছে বুঝি..... খুবি পছন্দ হয়েছে গল্প। Love Struck Love Struck Thumbs Up Thumbs Up সামিয়া নামটাও খুবি খুব্বি সুন্দর লাগে। তাই যত বেশি ‘সামিয়া’ লিখবেন গল্পে -- তত বেশি খুশি হবো আমি..... Tongue Tongue Big Grin Big Grin
২৫ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৫
221938
ইমরান ভাই লিখেছেন : হিন্দিতে সামিয়া কাকে বলে জানো? Rolling on the Floor Rolling on the Floor
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ১২:১৫
222370
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : হিন্দিতে সামিয়া মানে কী? @ইমরান দাদা
২৮ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৩৭
222544
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আরবীতে দেখেন, আমি হিন্দি নাম রাখিনা :Thinking
১৯
278130
২৫ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৪
ইমরান ভাই লিখেছেন : ৩ নং সিরিজ চলে আসছে Crying Crying আমি এখন ১ নং এ কি করতেছি Tongue Tongue Tongue
২৬ অক্টোবর ২০১৪ সকাল ০৯:১৫
222009
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Thinking? Thinking?
২৬ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৬
222051
ইমরান ভাই লিখেছেন : আপু, আপনি খুব নিষ্ঠুর Crying Crying নিষ্টুর না হলে আমি আপনার পোস্টের পড়ার নোটিফিকেশন কেন পাইনা, Crying Crying তার মানে আপনি আমাকে প্রিয়তে রাখেন নাই Crying Crying
আপনার সাথে আড়ি নিলুম.... Crying Crying Crying Crying Crying Crying
২৬ অক্টোবর ২০১৪ সকাল ১১:৩৮
222062
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আমি কাউকে আমার পোস্ট পড়তে বাধ্য করতে চাইনা, সুতরাং আমন্ত্রণ পাঠাইনা কাউকেই। যার ভাল লাগে পড়ে, এটাই তো ভাল, তাইনা? Happy
২৬ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৪২
222085
ইমরান ভাই লিখেছেন : ঠিক আছে আড়ি তুলে নিলাম। Big Grin Big Grin ছমছ্যা নাই, আমার একটা এলারাম ক্লক আছে......ওর কাছে আপনার পোস্টের খবর পাওয়া যাবে। Big Grin Big Grin Tongue Tongue এলারাম ক্লকের নাম হারিকেন Big Grin Big Grin Tongue Tongue
২৬ অক্টোবর ২০১৪ রাত ১১:৩৫
222257
রেহনুমা বিনত আনিস লিখেছেন : হা হা হা
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ১২:১৫
222371
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Crying Crying Worried Worried Crying Crying
২০
278588
২৭ অক্টোবর ২০১৪ দুপুর ১২:১৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : শ্রদ্ধেয়া আপু - আমার করা যে কমেন্টএর উত্তর দেয়ার প্রয়োজনবোধ করবেন না, দয়া করে সেই কমেন্টটা ডিলিট করে দেয়ার জন্য বিনীত অনুরোধ করছি। (এভাবে সবার সামনে অপমান করার চেয়ে কমেন্ট ডিলিট করে দেয়াটাকে তুলনামূলক সম্মানজনক মনে হচ্ছে!)
২৮ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৩৯
222545
রেহনুমা বিনত আনিস লিখেছেন : শ্রদ্ধেয় ভাইজান, আমি যদি আপনার মত সময় পেতাম, কমেন্টের পরে কমেন্ট সাজাতাম। কিন্তু আপনারা যদি আমার সমস্যা না বোঝেন তাহলে লেখালেখি বন্ধ করে দেয়া ছাড়া আর কোন উপায় থাকবেনা। Sad
২৮ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৩
222689
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ঠিক আছে আপু! এখন বুঝেছি। তবুও একটা ইমো হলেও জবাব হিসেবে দেবেন আমাকে Sad Sad নয়তো জ্বালাবো সবাইকে Time Out Time Out Time Out
২৯ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৪৬
222884
রেহনুমা বিনত আনিস লিখেছেন : Prayingআল্লাহ, উদ্ধার কর!Praying
২১
279061
২৮ অক্টোবর ২০১৪ রাত ১০:২৯
লজিকাল ভাইছা লিখেছেন : গল্প শেষ হওয়ার পর , ভাল লাগার উপর ভিত্তি করে ধন্যবাদ দিব। ১ম পর্ব শেষ ।
২৯ অক্টোবর ২০১৪ সকাল ০৫:৪৭
222885
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আচ্ছা Happy
২২
285133
১৭ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১৭
সত্য নির্বাক কেন লিখেছেন : চমৎকার
১৭ নভেম্বর ২০১৪ রাত ১১:৪১
228687
রেহনুমা বিনত আনিস লিখেছেন : ধন্যবাদ Happy
২৩
285776
১৯ নভেম্বর ২০১৪ সকাল ০৯:৪৫
সত্য নির্বাক কেন লিখেছেন : পড়ুন প্লীজ পরামর্শ দিন অথবা আপনি লিখুন এই বিষয়ে , আপনার সুন্দর লিখুনিতে আমরা উপকৃত হবClick this link

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File