রাসুলুল্লাহ (সা.) মাদকাসক্ত ১০ ধরনের ব্যক্তির ওপর অভিশাপ করেছেন। যথা-

লিখেছেন লিখেছেন সাইফুল ইসলাম গাজী ১৫ অক্টোবর, ২০১৪, ০৭:৩৯:২০ সন্ধ্যা

১. যে ব্যক্তি মদ জাতীয় বস্তুর নির্যাস বের করে,



২. যে ব্যক্তি মদ প্রস্তুত করে,

৩. যে ব্যক্তি মদ পান করে,

৪. যে ব্যক্তি মদ পান করায়,

৫. যে ব্যক্তি মদ আমদানি করে,

৬. যার জন্য মদ আমদানি করা হয়,

৭. মদ বিক্রেতা,

৮. মদ ক্রেতা,

৯. অন্যকে সরবরাহকারী এবং

১০. মদের লাভের অংশ ভোগকারী।’ (ইবনে মাজাহ, আস-সুনান, খ, ২, পৃষ্ঠা ১১২২, হাদিস নম্বর ৩৩৮১)

বিষয়: সাহিত্য

৯৭৮ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

274753
১৫ অক্টোবর ২০১৪ রাত ১০:২৫
বুড়া মিয়া লিখেছেন : মদের লাভের অংশভোগকারী তো মনে হয় সবাই। আমাদের দেশেও মনে হয় ৭০০% সাপ্লিমেন্টারী ডিউটি মদের উপর! ঐটা সরকারের রেভিন্যু হিসেবে কালেক্ট হয় আবার ডেভেলপমেন্ট নন ডেভেলপমেন্ট এক্সপেন্ডিচার হিসেবে ব্যয়ও হয়!
274787
১৫ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৯
সাইফুল ইসলাম গাজী লিখেছেন : সরকার কোন অন্যায় করলে অামরা তার জন্য কোনো গুনাগার হবোনা, অামার যদি তার অন্যায় কাজকে সাপট করি তায়হলে অামরা গুনাগার হবো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File