চোর-দূর্নীতিবাজ মুক্তিযুদ্ধার চেয়ে সৎ ও চরিত্রবান রাজাকার অনেক ভাল নয় কি?
লিখেছেন লিখেছেন ইনতেহাব হোসাইন জাওয়াদ ১৫ অক্টোবর, ২০১৪, ০৭:৩৫:২৪ সন্ধ্যা
চোর-দূর্নীতিবাজ-ধর্ষক-নাস্তিক মুক্তিযুদ্ধার চেয়ে সৎ-নির্লোভ-চরিত্রবান-ধার্মিক রাজাকার অনেক ভাল...লতিফ সিদ্দিকী তো একজন বীর (!) মুক্তিযুদ্ধা! তারমানে তো সে দেশপ্রেমিক? তার দেশপ্রেমের নমুনা একটু দেখা যাক-
"৪৮ মিল বিক্রিতেই লতিফের অনিয়ম" /// (কালের কণ্ঠ)
"৫ বছরে লতিফ সিদ্দিকীর সম্পদের পরিমাণ বেড়ে গেছে প্রায় ১৯ গুণ। তার স্ত্রীর সম্পদ বেড়েছে এক লাফে ৬৬ গুণ।" /// (নিউজইভেন্ট২৪ডটকম)
"লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচারের অভিযোগ" /// (নয়া দিগন্ত)
"লতিফ সিদ্দিকীর ৪৬ অনিয়ম" /// (প্রথম আলো)
"দূর্নীতির পাহাড়ে লতিফ সিদ্দিকী" /// (ক্রাইমবাংলা ডট কম)
"মন্ত্রী থাকাবস্থায় লতিফ সিদ্দিকী নিজেকে ‘রাজা বা সম্রাট’ ভাবতেন। আর অন্য সবাইকে মনে করতেন তার অধীনস্থ ‘প্রজা’। ব্যক্তিগত জীবনে লতিফ সিদ্দিকী তার বয়সের বড়দেরও ‘তুই-তোকারী করে ডাকতেন।" /// (নয়া দিগন্ত)
এই হল তথাকথিত মুক্তিযুদ্ধাদের আসল চরিত্র। এই তাদের দেশপ্রেমের নমুনা। লতিফ সিদ্দিকী একা নয়, এরকম আরো বহু এমপি-মন্ত্রী আছে, আওয়ামীলীগে আছে- বিএনপিতেও আছে। এরকম আরো বহু মুক্তিযুদ্ধা আছে- যারা দেশটাকে নিজের বাপের সম্পত্তি মনে করে। কোটি কোটি টাকা সুইস ব্যাংকে পাচার করার জন্যই এরা মুক্তিযুদ্ধ করেছিল- এমনটা বললে কি খুব বেশি ভূল হবে? দেশপ্রেমের ভাওতা দেখিয়ে মূলত নিজের আখের গোছানোই এদের মূল উদ্দেশ্য- বললে কি বেশি ভূল হবে?
তবে এর মানে এই নয় যে, সব মুক্তিযুদ্ধাই একই রকম। অনেকেই আছেন যারা প্রকৃত অর্থেই দেশকে ভালবেসে অস্ত্র ধরেছিলেন। তারাই সত্যিকারের মুক্তিযুদ্ধা, তারাই কেবল সম্মান পাওয়ার অধিকার রাখেন। তারা ধার্মিক মুক্তিযুদ্ধা, তারা কোন নাস্তিক বা দূর্নীতিবাজ নয়।
বিষয়: বিবিধ
১০৬০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লতিফ সিদ্দিকী একা নয়, এরকম আরো বহু এমপি-মন্ত্রী আছে, আওয়ামীলীগে আছে- বিএনপিতেও আছে।
যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
মন্তব্য করতে লগইন করুন