দেশের শিক্ষা ব্যাবস্থা উন্নতির পথে নাকি অবনতির দাড়প্রান্তে ?

লিখেছেন লিখেছেন মহাপুরুষ ১৩ অক্টোবর, ২০১৪, ১২:২৯:৩৭ রাত

কি লিখবো… যেদিকে তাকাই সেদিকেই শুধু রাজনীতির কেলমা…

আমি কোন রাজনৈতিক দলই সাপোর্ট করি না তবে ভাল কাজেই দেশের উন্নতি জাতির উন্নতি এইটায় বিশ্বাস করি।

আমি সিলেট এমসি কলেজের একজন আড্ডা মারার ছাত্র।

আমাদের দেশের শিক্ষা মন্ত্রী নাহিদ আঙ্কেল আমাদের কলেজে আসবেন আমি তা আজকে শুনলাম।তা অবশ্য ভাল কথা।আজকে দেখলাম কলেজের বিভিন্ন বিল্ডিং এ রং করা হচ্ছে,শুধু তাই নয় কলেজের বিভিন্ন জায়গায় গড়ে উঠা বিভিন্ন জঙ্গল যা আমাদের নিয়মিত হেটে যাওয়ার স্থান বলে পরিচিত সেইসব জায়গা পরিষ্কার করা হচ্ছে,আজকে কলেজ কতৃপক্ষের এই কাজ দেখে মনে হচ্ছে কলেজটাকে পরিষ্কার করা হচ্ছে,আমরা জানি কোন জিনিস তখনই পরিষ্কার করা হয় যখন তা নোংরা হয়ে যায়,নাহিদ আঙ্কেল আসার কারনে আজকে আমাদের কলেজকে পরিষ্কার করা হচ্ছে,এইটার অর্থ এই দাড়ায় যে আমরা এতদিন একটা নোংরা জায়গায় পড়ে লেখা করে আসছিলাম।কলেজটা কি আমাদের?এইটা নিয়ে আমি রিতিমত অনেক কনফিউসনে আছি,যদি কলেজটা সত্যি আমাদের হতো অর্থাৎ আমরা যারা স্টুডেন্ট তাদের হতো তাহলে কলেজটা সবসমই পরিষ্কার রাখা হতো কলেজটাকে সবসময়ই সুন্দর রাখা হতো।আমাদের কলেজ কতৃপষ্ক হয়তো এইটা ভেবেছেন যে স্টুডেন্টরা যাক রসাতলে যদি আমরা নাহিদ ভাই কে কলেজ দেখিয়ে খুশি করতে পারি তাহলে আমাদের কলেজের রেপুটেশন আর আমাদের স্যালারীও বাড়বে,কিন্তু আমার তো মনে হয় কলেজের রেপুটেশন তো সম্পূর্ণই কলেজের স্টুডেন্টদের উপর নির্ভর করে।নাহিদ আঙ্কেলের কথা না হয় বাদই দিলাম,তিনি আর কি ছিড়তে পারবে তা দেশের প্রত্যেকটা মানুষই জানে।আর তিনি আজ পর্যন্ত দেশে জন্য কি ছিড়েছেন তা আমরাও জানি।তিনি একজন শিক্ষা মন্ত্রি হয় দেশের শিক্ষা ব্যাবস্থার পরিবর্তন আনতে না পারলেও শিক্ষার ফলাফল ব্যাবস্থার পরিবর্তন এনেছেন ঠিকই।দেশের ৯৯,৯% স্টুডেন্ট পাশ করানোই তার শিক্ষা ব্যাবস্তার উন্নতি।আমি একজন নিম্ন মানের ছাত্র,আমি হয়তো নিহিদ আঙ্কের এই শিক্ষার ফলাফল ব্যাবস্থার পরিবর্তনের কারনে পাশ করতে পেরেছি কিন্তু এই পাশ করে আমার কোনো উন্নতি বা লাভ হয়েছে বলে মনে হয়না বরং অবনতি হয়েছে আমার মেন্টালিটির,এখন তো আমার মনে হয় নাহিদ আঙ্কেলের এই ব্যাবস্থার কারনে এখন স্টুডেন্টরা পড়া লেখা না করেই পাশ করতে পারবে।এই মন্ত্রি আমাদের কলেজে এসে কি বা করতে পারবে তা তার পূর্বের কার‍্যকলাপ দেখলে বা শুনলেই বুঝা যায়।আর এই একটা ফাল্তু মানুষের জন্য আমাদের কলেজকে এতো পয়সা খরচ করে সুন্দর করা হচ্ছে।আমাদের এইসব স্কুল কলেজ করত্ত্রিপক্ষের কারনেই শ্ক্ষা মন্ত্রি এতো ফুলেফেপে উঠেছে যদি করত্তৃপক্ষ এই রকম কাজ না করতো তাহলে এই মন্ত্রি অবশ্যই আমাদের হাতের মুঠিতে থাকত,কিন্তু কই…এইসব কথা গুলা তো আমাদের স্কুল,কলেজ,ভার্সিটির বড় বড় মাথাওয়ালা বেক্তিদের মাথায় ঢুকে না,তাহলে কেমনেই বা দেশের শিক্ষা ব্যাবস্থার উন্নতি হবে আপনারাই বলুন।

বিষয়: বিবিধ

১১২৪ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

273751
১৩ অক্টোবর ২০১৪ রাত ০১:৪৭
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

শিক্ষা ব্যাবস্থা যে অবনতির দাড়প্রান্তে
সেটা শিরোনাম পড়েই বোঝা যায়

আর ভিতরের ভাষা পড়লে তো মাথায় চক্কর দেয়-

আপনি যথার্থই বলেছেন

অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ

273829
১৩ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৪
মহাপুরুষ লিখেছেন : আপনাকেও অশেষ ধন্যবাদ আমার লেখাটা পড়ে বুঝার জন্য।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File