একটি অসমাপ্ত অআজানা অনুভূতির গল্প

লিখেছেন লিখেছেন মহাপুরুষ ১৭ অক্টোবর, ২০১৪, ১১:০৮:৩৩ রাত

তখন সন ২০০০,সবে মাত্র ক্লাস ওয়ানে ভর্তি হলাম,কেনো জানি না মেয়েদের খুব ভয় পেতাম।প্রতিদিন লেইট করে স্কুলে যেতাম আর স্যার রাগ করে আমায় মেয়েদের সাথে বসাতো।আমি খুব দুষ্টু টাইপের ছেলে ছিলাম।যখন খুব দুষ্টুমি করতাম তখন স্যার শাস্তি স্বরুপ মেয়েদ্র পাশে নিয়ে বসাতো আর মেয়েদের হাত দিয়ে কান মলা দেয়াতো অর্থাৎ স্যার মেয়েদের বলতো যতো পারো ওর কান মলে ছিড়ে ফেলো।তখন মেয়েদের পাশে নিয়ে বসানোটা মনে হতো স্যারের দেয়া ভয়ংকর একটা শাস্তি।কিন্তু সত্যি কথা টা হলো যে স্যার চাইতো মেয়েদের প্রতি আমার লজ্জাটা একটু কমানোর।যাই হোক,তখন প্রতিদিন স্যার শাস্তি স্বরুপ আমাকে একটি মেয়েরই পাশে নিয়ে বসাতো।তখন মনে মনে নিজেকে প্রস্ন করতাম যে স্যার কেনো প্রতিদিন এই মেয়েটার পাশে নিয়ে আমাকে বসায়।হয়তো মেয়েটা খুব রাগী অথবা ভয়ংকর! কিন্তু না,আস্তে আস্তে জানতে পারলাম যে মেয়েটাও আমার মতো ছেলেদের খুব ভয় পায় তাই স্যার আমার পাশাপাশি মেয়েটার ও ভয় আর লজ্জা ছাড়াচ্ছেন।কিছুদিন যাওয়ার পর যেহেতু মেয়েটার পাশে বসে থাকতাম সেহেতু সব ছেলেরা আমার থেকে অনেক দুরেই বসতো আর আমি কারো সাথে কথা বলতে পারতাম না।এই ভাবে কথা না বলে বলে আর কয় দিন ই বা থাকা যায় ?তাই নিজের সময়টা পার করার জন্য নিজের অজান্তেই ওই মেয়েটার সাথে কথা বলা শুরু করলাম।ধিরে ধিরে আমাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ত তৈরী হলো এখন আর শাস্থ হিসেবে নয় ভাল লাগে বলেই ওই মেয়েটা পাশে গিয়ে বসি।স্কুল ভাল লাগে না বলে প্রায় প্রতিদিন স্কুল মিস দিতাম কিন্তু আখ্ন স্কুল মিস দিলে ভাল লাগে না,কেন জানি না ওই মেয়েটার সাথে কথা বলতে ইচ্ছে হতো,এইটা কেনো হতো আমি তখন তা বুঝতাম না কিন্তু এখ্ন্ন বুঝি,আসলে সেটা ছিল ভালবাসা।এইভাবেই চলে গেলো আমাদের বন্ধুত্ত ২০০৫ পর্যন্ত।তার পর আমি চলে গেলাম ছেলেদের স্কুলে আর ওই মেয়েটা কোথায় যেনো হারিয়ে গেলো,আর ফিরে এলোনা.…

বিষয়: বিবিধ

১৩৮৬ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275471
১৮ অক্টোবর ২০১৪ রাত ০২:৪৫
আফরা লিখেছেন : এখন খুজে বের করেন .....।
277360
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ০১:২৮
মহাপুরুষ লিখেছেন : খুজার কাজ চলছে…এখন যদি খুজে পাই তাইলে আর হারাতে দিবো না।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File