অর্থহীন ব্যার্থতা

লিখেছেন লিখেছেন মহাপুরুষ ২৩ অক্টোবর, ২০১৪, ০১:৪০:২৬ দুপুর

মাঝে মাঝে মনে হয় খুব জোড়ে একটা চিৎকার দিয়ে কেঁদে উঠি,

কিন্তু তখন ই মনে হয়,,,না আমি কাঁদবো না,আমি চিৎকার দিবো না,কারন আমি একটা ছেলে,আমার মাঝে আবেগের কোন স্থান নেই,আমি একটা নিকৃষ্ট প্রানী।নিকৃষ্ট যদি নাই হতাম তাহলে নিজেকে কেনো জেনে শুনে কষ্ট দিতাম…সত্যি আমি নিকৃষ্ট,

সত্যি কি আমি নিকৃষ্ট ?

সন্দেহ এমন একটি বস্তু যা মানুষের জীবনকে বিষে আক্রান্ত রোগীর মতো করে দেয়,

যা থেকে না পারে মানুষ মুক্তি পেতে না পারে এই জিনিসটাকে ভুলে থাকতে।

অনেকে ইনডাইরেক্টলি কথাবার্তা বলে বুঝাতে চায় যে সে তুমাকে সন্দেহ করছে,কারন সে চায় তুমি যেন তা মন থেকেই বুঝতে পার যে সে তুমাকে সন্দেহ করছে।এইটাকে মন থেকে সন্দেহ করা বলা হয়ে থাকে।কারন মন থেকে সন্দেহ করাটাকেই বড় আর বাস্তব সন্দেহ।

আবার অনেকে আছে যারা ডিরেক্টলি মুখ দিয়েই বলে ফেলে যে সে তুমাকে সন্দেহ করছে,আসলে সে চায় যে তুমি ভাল করে জেনে রাখো যে সে তুমাকে সন্দেহ করছে।এইটা কিন্তু মনের সন্দেহ নয় এইটা মনের বিশ্বাস।কারন মুখ দিয়ে বলা কোন কটু কথা তেতো হলেও তা কিন্তু বরাবর ই মিথ্যা।

যখন তুমি দাড়িয়ে ছিলে ধ্বংসের জেগে উঠার মুখে,

যখন তুমি অপেক্ষা করছিলে অজানা কিছু মহূর্তকে জানার জন্যে,

এবং যখন প্রচন্ড বৃষ্টি নেমে পরছিল,

তখন তুমি ভেতর থেকে কাঁদছিলে আর বলছিলে আমাকে এখন একবার জড়িয়ে ধর,আমার খুব ভয় করছে,

তুমি তখন সেখানে ছিলে অসম্ভব ভাবে একা,

তুমি কি তখন ঠান্ডা অনুভব করছিলে,তুমি কি তখন মারাত্বক ভাবে আশাহত হয়েছিলে ?

তুমি আশার পাহাড় বানিয়েছিলে,কিন্তু তুমার সব ধারনা গুলো ছিল অপ্রত্যাসিত,

মনে করে দেখ সেই সব গুলো কষ্টের কথা এবং ব্যার্থতার কথা,

তার পরেও ভাবি এবং নিজেকে বলি ভুলে যা এইসব দিন আর ব্যার্থ কষ্টের কথা।

আলোর সেই বিচ্ছুড়ন যা পরি দেরকেও অন্ধ করে দেয়,

যেনো মনে হয় আকাশ স্বর্গে পরিনত হয়েছে তারার মধ্য দিয়ে,

তুমি না পারছ নিজেকে ধরে রাখতে না পারছ নিজেকে রক্ষা করতে,

শূণ্যতার তলিয়ে যাচ্ছ তুমি,

তুমাকে ধরার মতো কেউ ছিলোনা আর থাকবেওনা।

আমিয়ো আর থাকবনা।

শেষ মুহূর্তের জন্য অপেক্ষায় আছি,

দাড়িয়ে থেকে শেষটা দেখার শক্তি অর্জনের চেষ্টায় থাকি,

এইটা ছিল আমার চিন্তা আর পরিকল্পনার উর্ধ্বে,

এইটা আমার সামর্থের বাইরে,

আকাশে উড়া আলোর গতিতে,

হয়তোমাথা ঘুরবে উপরে গেলে,

অনেক কিছুই তো রয়ে গেলো না বলা,

তুমাকে যেতে দেয়া ছিল কষ্টকর,

আমি জানি ফিরে আসা কতো কষ্টকর,

আমি জানি মিথ্যা অনুভূতি কতো কষ্টের,

আমি চেয়েছিলাম গড়তে যা এই জীবনে,

না পাওয়া জিনিস হাতে নিয়ে দাড়িয়ে,

শূণ্য ঘরে বসে আছি অতীত ভুলানোর চেষ্টায়,

এর অর্থ এই নয় এইটাই শেষ,

আমি জানি এইটাই শেষ হয়।

আমি জানি ফিরে আসা কতো কষ্টকর,

আমি জানি মিথ্যা অনুভূতি কতো কষ্টের,

আমি চেয়েছিলাম গড়তে যা এই জীবনে,

না পাওয়া জিনিস হাতে নিয়ে দাড়িয়ে,

শূণ্য ঘরে বসে আছি অতীত ভুলানোর চেষ্টায়,

এর অর্থ এই নয় এইটাই শেষ,

আমি জানি এইটাই শেষ হয়।

বিষয়: বিবিধ

১৫০৪ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277395
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৩
মামুন লিখেছেন : লেখাটি খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
জাজাকাল্লাহু খাইর। Rose Rose Rose
277417
২৩ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৭
আফরা লিখেছেন : কমেন্ট করব কি আসলে লেখাটা ভাল ভাবে বুঝতে পারি নাই ... সরি ।
277636
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:২৫
মহাপুরুষ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ মামুন।
277638
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:২৭
মহাপুরুষ লিখেছেন : আপনাকেও ধন্যবাদ মামুন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File