কঠিন সেই আমার বাস্তবতা।

লিখেছেন লিখেছেন মহাপুরুষ ২৩ অক্টোবর, ২০১৪, ১১:৪২:২৫ রাত

বাস্তবতা আমায় পেছনে ফেলে দিলো,

ভালবেসে ভালবাসা দেয়া যতোটা সহজ,

ভালবেসে ভালবাসা পাওয়াটা ঠিক ততোটা কঠিন।

তোমার জন্য আজ পৃথিবী থেকে ছুটি নেয়ার ইচ্ছে হচ্ছিল কিন্তু তখনি মনে হলো তুমিও তো আমায় ভালবেসে ছিলে,এখন হয়তো সেই ভালবাসার পরিমাণ শূণ্য।তার পরেও কেনো জানি মনে হলো আমি চলে গেলে তুমি কষ্ট পাবে,তাই তুমার জন্যই আবার বেচেঁ থাকার ইচ্ছাটা জেগে উঠলো।

বিষয়: বিবিধ

১৩০৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277653
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৪৫
আফরা লিখেছেন : আসলে মরতে ভয় পাইছেন তাই ।

277657
২৩ অক্টোবর ২০১৪ রাত ১১:৫২
মহাপুরুষ লিখেছেন : আপনি এতো সহজে এইসব বুঝবেন না…আসলে আপনি এই ব্যাপারে অনেক ছুটো রয়ে গেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File