ইচ্ছে স্বপ্ন

লিখেছেন লিখেছেন অতৃপ্ত স্বপ্ন ১২ অক্টোবর, ২০১৪, ১১:৩০:০৩ রাত

বাঁশ বাগানের হরিৎ বনে

ছুঁটে যেতাম ক্ষনে ক্ষনে,

মা' র বকুনি থোরাই কেয়ার

স্বপ্ন ছিল আকাশ ছোঁয়ার ৷

" সত্যিই কি মা ঐ পাড়েতে

আকাশ মিশে মৃত্তিকাতে? "

"যাবি না বলছি বনের ওপার

ফের যদি দেখি আবার! "

তবুও মোর চোখে নীল

ইচ্ছেরা সব কিলবিল,

দেখবো আমি নয়ন মেলে

আকাশ গেছে মাটিতে হেলে ৷

দৌড়ে যাব ঐ খানেতে,

ছুঁবো আকাশ দু' হাতেতে ৷

কিন্তু আমার এ কি হল!

স্বপ্ন হলো এলোমেলো ৷

হাসি মুখ মোর হলো কালো,

আকাশ তো নয়, আলেয়ার আলো!!

বিষয়: বিবিধ

১০৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File