গাঁয়ে যাবো -সায়েম আহমেদ

লিখেছেন লিখেছেন সায়েম আহমেদ ০৬ নভেম্বর, ২০১৪, ০৬:২৫:২৬ সন্ধ্যা

শীতের ভোরে মাঝির সুরে ভাটিয়ালির গানে

স্বপ্নমুখর বাকা পথের গ্রাম আমারে টানে

ধানের ক্ষেতে রৌদ্রস্নানের রঙ্গিন আশা প্রাণে

মিষ্টি হাওয়ায় ঢেউখেলানো শব্দ বাজে কানে।

আগুনতাপে রাত কাটানো ঝিঝি পোকার সুরে

জন সুখের মিলন মেলায় কষ্ট তাপে পুড়ে

জ্যোৎস্না আসে সুখ বিলাতে চাঁদটা বসে দূরে

শেয়াল ডাকে সারি বেধে মনটা কেমন করে।

উঠোন পারে ফুর্তি করে নকশী কাথার আজ

মা-বোনেরা যাচ্ছে বুনে ভিন্ন ফুলের সাজ

পাশের মাঠে চলছে খেলা, তারও আরো পাশে

খেজুর গাছে কলসী বাধা পূর্ণ তাতে রসে।

পাখিরডাকে মুখরিত এ চারপাশে মুগ্ধতা

বৃষ্টি এলে টিনের চালে কাটে সব মৌনতা

যাচ্ছে কেটে চাইনা তবো যাক চলে এই বেলা

ভরদুপুরে চাষার জালে রুইকাতলার খেলা।

হিমেল হাওয়া ক্লান্তি ভুলা মুগ্ধ নদীর বাঁকে

শান্ত ঢেউয়ে পাখিরগানে গ্রাম আমারে ডাকে

গাইছে বাউল হাসে সবুজ শিল্পী বসে আঁকে

আঁকাবাঁকা মেঠোপথের ঐ গ্রাম আমারে ডাকে।

বিষয়: সাহিত্য

১১৪৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

281792
০৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৪
ক্ষনিকের যাত্রী লিখেছেন : অনেক সুন্দর! MOney Eyes ভালো লাগলো খুব! Happy Applause Thumbs Up Thumbs Up
281794
০৬ নভেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৪৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। জাজাকাল্লা খায়রান। অনেক ধন্যবাদ আপনাকে
281800
০৬ নভেম্বর ২০১৪ রাত ০৮:২৭
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
281815
০৬ নভেম্বর ২০১৪ রাত ০৯:১৭
আফরা লিখেছেন : ভাইয়া আমাকে কি নেয়া যাবে আপনাদের গ্রামে ? আপনার কবিতা পড়ে আমার ও যে যেতে ইচ্ছা করছে কিন্তু আমাদের যে কোন গ্রাম নেই ।
281818
০৬ নভেম্বর ২০১৪ রাত ০৯:২০
নিরবে লিখেছেন : কি লিখেছেন......অসাধারন।
এখনি গ্রামে যেতে ইচ্ছা করছে।

ধানের ক্ষেতে রৌদ্রস্নানের রঙ্গিন আশা প্রাণে

মিষ্টি হাওয়ায় ঢেউখেলানো শব্দ বাজে কানে।

প্রানের টান ...
281829
০৬ নভেম্বর ২০১৪ রাত ০৯:৫৪
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ফেবুতে পড়েছিলাম। আসলেই অসাধারণ একটি কবিতা। শুভ কামনা আপনার জন্য
281839
০৬ নভেম্বর ২০১৪ রাত ১০:২০
মামুন লিখেছেন : খুব সুন্দর লিখেছেন! অসাধারণ অনুভূতি! ভালো লাগা রেখে যাচ্ছি। Bee Bee
281892
০৭ নভেম্বর ২০১৪ রাত ০২:২১
সন্ধাতারা লিখেছেন : অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File