আমার হবি বল
লিখেছেন লিখেছেন সায়েম আহমেদ ১৯ অক্টোবর, ২০১৪, ০১:২৯:৪২ দুপুর
আমি তৃষ্ণায় রবো পড়ে
তুই কলসি আনিস ভড়ে
হঠাৎ পা পিছলে যাবে
তাই হাতটি রাখিস ধরে।
তোর রূপের মাধুরী আজ
আমায় করল দিশেহারা,
কেন লজ্জা পেয়ে পালাস
প্লিজ একটু সময় দাঁড়া!
আমি নায়ের মাঝি হবো
তোর গায়ের চাষী হবো
শুধু আমার সাথে চল
তুই আমার হবি বল।
বিষয়: সাহিত্য
১১২০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তুই . আমার হবি বল।
ছন্দটা চমতকার হয়েছে
তবে পাঠকের সুবিধার্থে একটু ফাঁক রেখে দিলে ভালো হতো মনে হয়
এভাবে-
শুধু আমার সাথে চল
তুই আমার হবি বল।
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
ভড়ে > ভরে
আমিও ফাঁকা রেখে সাজিয়ে দিলাম-
দেখি সেই আগের মতই
মন্তব্য করতে লগইন করুন