কবিতা - তুমার হাসি ভালবাসি
লিখেছেন লিখেছেন সায়েম আহমেদ ২১ অক্টোবর, ২০১৪, ০৫:৫২:৫৪ বিকাল
তোমার হাতে গোলাপ দেয়ায়
রাগ করেছে পদ্মফুল,
পদ্মফুলের রাগ ভাঙ্গাতেই
অন্য ফুলের হুলস্থুল।
রাগ করেছে চাঁদ তারা রাত
নাম ধরে তার ডাকিনি,
নদীর ঢেউয়ে বালুচরও
তোমায় নিয়ে হাটিনি।
রাগ করেছে বৃষ্টির জলও
ভিজিনি দুজন মিলে,
নিস্তব্ধ আজ বিকেল হাওয়া
পরশ পায়নি চুলে।
সবাই আছে গুমট মেরে
কারো কোন পাত্তা নাই,
তোমার জন্যে আজকের দিন
আসল রূপে রাঙ্গে নাই।
সবার দাবী জানতে গেলাম
বলল সবাই শেষে,
রাগ ভাঙবে তুমি যদি দাও
এত্তটুকুন হেসে।
বিষয়: সাহিত্য
১৪৬৮ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন