কার হাতে দেই
লিখেছেন লিখেছেন সায়েম আহমেদ ১৪ অক্টোবর, ২০১৪, ১০:০৬:১০ রাত
কার হাতে আজ কষ্ট মাখা
অশ্রু ঢেলে দেই?
সুখের ক্ষণে সবাই পাশে
দুঃখ ক্ষণে নেই।
কার হাতেতে কুঁড়িয়ে রাখা
স্বপ্নগুলো দেই,
যাকেই দিবো তা তিমিরে সে
চুরি করবেই।
কার কাছে দেই ভালবাসা
কষ্ট দিবে সে-ই,
আজকে না হয় একা থাকি
চারপাশে কেউ নেই।
বিঃদ্রঃ দুজন বন্ধুর অনুরোধে কবিতাটা ৪লাইন থেকে ১২লাইনে নিয়ে আসলাম। ধন্যবাদ আপনাদের ভালবাসার জন্যে।
বিষয়: সাহিত্য
১২৭৬ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পড়লাম, জাযাকাল্লাহ.. দোয়া করি
মন্তব্য করতে লগইন করুন