মিনা রাজুর দেশে ডোরেমন

লিখেছেন লিখেছেন আরাফাত হোসাইন ২১ অক্টোবর, ২০১৪, ০৬:৪৯:১৬ সন্ধ্যা

অতি পরিচিত একটি বাংলা কার্টুনের সুর ভেসে আসছে টিভি থেকে আর সেই সুর শুনে উঠানে খেলাধুলারত আট থেকে বার বছরের জনা দশেক ছেলেমেয়ে হৈচৈ করে টিভির সামনে গিয়ে হাজির।টিভি মানে তাদের কাছে একটাই চ্যানেল, বিটিভি।আর কার্টুনটি তাদের সবচেয়ে পছন্দের মিনা কার্টুন।এই ধরনের দৃশ্য খুব সাধারণ ছিল আজ থেকে পনের বিশ বছর বা তারও আগে।মিনা নামের এক বালিকার স্কুলে যাওয়ার তীব্র আকাঙ্খা,তার ভাই রাজুর সাথে খুনসুঁটি আর কথা বলা টিয়া পাখি মিঠুর দুষ্টমি দেখে তাদের আনন্দের শেষ নেই।খেলার ছলে বাচ্চাদের পড়াশুনার গুরুত্ব,খাওয়ার আগে হাত ধোয়া,ডায়রিয়া হলে করনীয়সহ নানা কিছু শেখানোর জন্য কার্টুনটির জুড়ি নেই।সবুজ শ্যামল দেশে একসময় বিশ্বায়নের পথ ধরে বেসরকারী টিভি চ্যানেল এল এরপর এল হিন্দী চ্যানেল। এসব চ্যানেলের নানামুখী কার্টুনে বাচ্চারা মজে গেল,অজানা কারণে বিটিভিও কালেভদ্রে ছাড়া মিনা কার্টুন প্রচার কমিয়ে দিল।এখানকার বাচ্চাদের কার্টুন পছন্দের শীর্ষে আছে ডোরেমন,যেখেনে শেখায় ফাঁকিবাজি-প্রেম।শিশুমনে এসবের প্রভাব নিয়ে নাইবা বললাম।তবে একটা কথা না বললেই নয়,যায় দিন ভাল আসে দিন খারাফ,সবক্ষেত্রে না হলেও এক্ষেত্রে সত্য।

বিষয়: বিবিধ

১২৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File