"আমি জিপিএ ৫ পেয়েছি, আই এম জিপিএ ৫", এর আসল রহস্য
লিখেছেন লিখেছেন আরাফাত হোসাইন ৩১ মে, ২০১৬, ১২:৩৭:৪০ রাত
-নেপালের রাজধানীর নাম কি ?
-নেপচুন
-অপারেশন সার্চ লাইট কি ?
-অপারেশনের সময় যে লাইট ব্যবহার করা হয় সেটাই অপারেশন সার্চ লাইট
-পীথাগোরাস কে ?
-ওপন্যাসিক
অবাক হলেও কিছু করার নেই, উত্তরগুলো জিপিএ ৫ পাওয়া কয়েকজন মেধাবী শিক্ষার্থীর। এটা আসলেই বেদনার বিষয় যে মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়েও সহজ কিছু বিষয়ে তাদের জ্ঞান শূণ্যসম। বাবা,মা, সমাজের তো চাই জিপিএ ৫, সেটা তো পূরণ হয়েছে। এখন কি শিখল আর না শিখল তাতে কি আসে যায়।
কিন্তু একসময় তো এরকম ছিল না। তখন সবাই বাচ্চারা মানুষ হোক, অন্তত কিছু জানাশোনা থাকবে এটা চাইতো। তবে আজ কেন এ পরিস্থিতি ?
সৃজনশীলের নামে এক জগাখিচুড়ি শিক্ষাব্যবস্থা আমাদের উপর চাপানো হয়েছে, যা বেশিরভাগ শিক্ষকদের কাছে আজো অধরা। হাবিজাবি নানা পরীক্ষা তো আছেই। এ যেন নয় শিক্ষাব্যবস্থা, বরং পরীক্ষা ব্যবস্থা । নাহিদ সাহেব তো এখন নকলের নতুন পদ্ধতি চালু করেছেন। বুঝলেন না, প্রশ্নফাঁসের কথা বলছি আর কি।
বাচ্চাদের কোন দোষ নেই, সিস্টেমের জন্য তো ওরা দায়ী নয়।
বিষয়: বিবিধ
১৮৪৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাহারা সারা বছরের পড়া পরিক্ষার আগের দিন পড়ে পরের দিন ভূলে যায়।
তাদের কে কোন প্রশ্ন নাই
রমাদানের প্রস্তুতি নিয়ে চলছে ব্লগ আয়োজন। ২ জুন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ৬ পর্বের ব্লগ আয়োজনের ১ম পর্ব। অংশ নিতে পারেন আপনিও। নিজে জানুন, অন্যকে জানান। বিস্তারিত জানতে-
Click this link
মন্তব্য করতে লগইন করুন