ডেনমার্কের মুসলিম বাংলাদেশীদের কাছে ইসলামি স্কুলগুলো জনপ্রিয় হচ্ছে।

লিখেছেন লিখেছেন মিজবাহ ১৯ অক্টোবর, ২০১৪, ০১:১৫:৩৮ দুপুর

আলহামদুলিল্লাহ ডেনমার্কের মুসলিম বাংলাদেশীদের কাছে দিন দিন ইসলামী স্কুলের প্রয়োজন অনুভুত হচ্ছে। ইতমধ্যে চারটি পরিবার তাঁদের বাচ্চাদেরকে বিভিন্ন ইসলামি স্কুলে ভর্তি করেছেন এবং অনেকে নিয়ত করেছেন ভবিষ্যতে উনাদের বাচ্চাদেরকে ভর্তি করাবেন। যে সব বাচ্চারা ইসলামি স্কুলে ভর্তি হয়েছে তাদের বাবাদের সাথে কথা বলে জানা গেছে তাঁরা খুবই সন্তুষ্ট এবং উনারা বলছেন যেহেতু ইসলামি স্কুলে ডেনিশ সরকারের স্কুল কারিকুলাম থাকছে তাই ইসলামিক পরিবেশে আমার বাচ্চা বড় হলে একজন মুসলিম হিসেবে এটাই আমাদের চাওয়া ও পাওয়া। কোপেনহেগেনে প্রায় ১৫টি ইসলামি স্কুল রয়েছে এবং চাহিদা বেড়ে যাওয়াতে আরো নতুন নতুন স্কুল হচ্ছে যা জানতে পারি তুরস্কের একটি কমিউনিটি লিডারের সাথে কথা বলে। উল্লেখ্য যে এখানে ৬বছর থেকে স্কুল শুরু হয়।

আমি চারটি স্কুল পরিদর্শন করেছি যেখানে প্রতিটি স্কুলে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং তাঁরা বল্লেন অনেক সরকারি স্কুলের তুলনায় ইসলামি স্কুলের ছাত্র-ছাত্রীরা ভাল ফলাফল করছে।

বিষয়: বিবিধ

১০১১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

275966
১৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:৫৫
দিশারি লিখেছেন : ভালো লাগলো । ধন্যবাদ।
১৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৬
219992
মিজবাহ লিখেছেন : জাজাকুম আল্লাহ খাইরান।
275974
১৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৩৪
ফেরারী মন লিখেছেন : ডেনমার্কে নাকি তেমন মুসলমান নেই। এত ছেলেপেলে আসলো কিভাবে?
১৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
219993
মিজবাহ লিখেছেন : মাশাআল্লাহ প্রায় তিন লাখের উপর মুসলমান। নবীজি(স)এর বিরোদ্ধে কার্টুন অংকন করার পর থেকে প্রতি সপ্তাহে ডেনিশরা মুসলমান হচ্ছে!
১৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৫১
219997
ফেরারী মন লিখেছেন : আলহামদুলিল্লাহ ছুবহান আল্লাহ Praying
275985
১৯ অক্টোবর ২০১৪ দুপুর ০২:৫৫
ইবনে আহমাদ লিখেছেন : সঠিক ব্যবস্থাপনা হলে অবশ্যই এই স্কুল গুলোর প্রয়োজনীয়তা সব জায়গায় সমান হবে।এরকম একটি খবর শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ্
১৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
219994
মিজবাহ লিখেছেন : জ্বি ঠিকই বলেছেন।

জাজাকুম আল্লাহ খাইরান।
276050
১৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:১১
ইসলামী দুনিয়া লিখেছেন : সবদিকে ইসলামের জয়ধনি।
276073
১৯ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৯
মিজবাহ লিখেছেন : জাজাকুম আল্লাহ খাইরান।
276113
১৯ অক্টোবর ২০১৪ রাত ০৮:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আলহামদুলিল্লাহ।
যখন অনেক দেশেই নিজেদের জাতিয় কারিকুলাম এর সাথে সমন্বয় করে ইসলামিক স্কুল এর অনুমতি দিচ্ছে তখন আমরা ইসলামি শিক্ষা বন্ধ করার চেষ্টায় লিপ্ত।
২০ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৪
220138
মিজবাহ লিখেছেন : এটার জন্য আমরা কম দায়ী নই ভাই
276162
১৯ অক্টোবর ২০১৪ রাত ১১:২৮
বন্যা ইসলাম লিখেছেন : ভিডিওতে দেখলাম- বাচ্চার সব মানুষের ছবি আঁকছে!!!

কিন্তু সর্ব কালের শ্রেষ্ঠ!! ধর্ম ইসলাম মানুষের ছবি আঁকা হারাম করে দিয়েছে। নাকি??

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File